• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপতি বাড়ির মেয়ে, ইচ্ছা থাকলেও হয়নি পড়াশোনা! এতবছর পর কারণ জানালেন করিশ্মা কাপুর

বলিউডের নামী অভিনেত্রী করিশ্মা কাপুরকে (Karishma Kapoor) কে না চেনেন। রণধীর কাপুরের কন্যা ‘প্রেম কয়েদী’ ছবির মাধ্যমে মাত্র ১৭ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন। এরপর থেকে চুটিয়ে অভিনয় করছেন তিনি। ‘রাহা হিন্দুস্তানি’ ছবির হাত ধরে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর থেকে তো আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে আপনি কি জানেন, বিখ্যাত কাপুর পরিবারের (Kapoor Family) কন্যা করিশ্মার ছেলেবেলা একেবারেই সুখের ছিল না? বরং অনেক কষ্ট করে বড় হয়েছেন তিনি।

রণধীর কাপুর এবং ববিতার মেয়ে যেমন রূপের দিক থেকে অত্যন্ত সুন্দরী, তেমনই অভিনয় দক্ষতাও প্রচুর রয়েছে তাঁর। কিন্তু সেই অভিনেত্রীই ক্লাস সিক্সের (Class 6) বেশি পড়েননি। হ্যাঁ, ঠিকই দেখছেন। করিনা কাপুরের দিদি ঝরঝরে ইংরেজিতে কথা বললেও, তিনি কিন্তু স্কুলের গণ্ডিটুকুও টপকাননি।

   

Karishma Kapoor and Kareena Kapoor

লোলো অর্থাৎ করিশ্মার জন্ম যেহেতু নামী কাপুর পরিবারে, তাই প্রত্যেকেই হয়তো ভাবেন তাঁর ছেলেবেলা প্রচণ্ড সুখের ছিল। তবে বাস্তবে কিন্তু এমনটা নয়। ছোটবেলায় ব্যক্তিগত জীবনে অনেক চড়াই উৎরাই’এর সম্মুখীন হয়েছেন নায়িকা।

করিশ্মা যখন স্কুলে পড়েন, তখন আসলে তাঁর পিতা রণধীর কাপুর এবং মা ববিতার মধ্যে প্রচণ্ড অশান্তি হতো। সেইসময় ব্যক্তিগত জীবনে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন তাঁরা। আর রণধীর-ববিতার জীবনে যে ঝড় উঠেছিল সেই ঝড়ের আঁচ এসে পড়েছিল ছোট্ট করিশ্মার জীবনেও।

Karishma Kapoor with Randhir Kapoor

রণধীরের বড় মেয়ে যত বড় হচ্ছিলেন, তত তাঁর মা-বাবার মধ্যে অশান্তিও বৃদ্ধি পাচ্ছিল। সেই কারণে বাধ্য হয়ে ইচ্ছা না থাকলেও করিশ্মাকে নিজের পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছিল। সেই কারণেই ক্লাস সিক্সের বেশি পড়তে পারেননি বলিউডের এই নামী নায়িকা।

Karishma Kapoor

পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পর, করিশ্মা নিজের সম্পূর্ণ মনোনিবেশ অভিনয়ের ওপর করেন। এরপর বলিউডে পা রাখেন তিনি। দীর্ঘ সময় বলিপাড়ায় রাজত্ব করার পর কিছু সময়ের জন্য অভিনয় থেকে সুরে সরে গিয়েছিলেন লোলো। তবে এবার ফের ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দুর্দান্ত ভঙ্গিতে কামব্যাক করতে চলেছেন করিশ্মা।