লকডাউনের জেরে কাজ হারিয়েছেন এ ঘটনার নিদর্শন তো আশেপাশে তাকালে ভুরি ভুরি পাওয়া যায়। আর লকডাউনের প্রভাব যে ইন্ডাস্ট্রিতেও পড়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। এইকদিনে এমন অনেক ছোট বড় অভিনেতাদের কথা প্রকাশ্যে এসেছে যারা কাজ না পেয়ে বেজায় দুরাবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন৷ এমনি একজন অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায় (subrata banerjee)। একসময় ছোট পর্দা থেকে বড় পর্দার বেশ পরিচিত মুখ ছিলেন তিনি।
গত ৬ মাস ধরেই কর্মহীন পড়েছেন অভিনেতা সুব্রত ব্যানার্জি। বেশ অনেক বছর ধরেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। ২০০৬ সাল থেকেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন সুব্রত বাবু। গত ১৪ বছরে প্রায় ৭১ টি ছবিতে কাজ করে ফেলেছেন অভিনেতা। প্রসেনজিৎ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, জিৎ এর মতোন তাবড়-তাবড় অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি।
মিনিস্টার ফাটাকেষ্ট, সাত পাকে বাঁধা, ঝড়, টাইগার, জোর যার মুলুক তার সহ অনেক ছবিতে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু সুব্রত বাবুর আক্ষেপ, এই দুঃসময়ে কেউ সাহায্যের হাত বাড়াননি। কাজ না পেয়ে আর্থিক কষ্টে ভীষণ ভেঙে পড়েছেন তিনি।
স্ত্রী সন্তান নিয়ে বালিতে ছোট্ট সংসার তার। অভিনয়ে পা রাখবার আগে নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থায় চাকরি করতেন। কিন্তু অভিনয় করার নেশায় ছেড়ে দেন সেই চাকরি। টানা এত বছর কাজ করে গিয়েছেন। কিন্তু লকডাউনের জেরে গতবছর থেকেই দুর্দশা শুরু হয় তার। অভাবের জেরে আত্মহত্যা করার ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি।
এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই অভিনেতার পাশে দাঁড়ান টলিউড পরিচালক তথা তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ফেডারেশন। মঙ্গলবার সকালেই টাকা পাঠানো হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কৃতজ্ঞ অভিনেতা সোশ্যাল মিডিয়া মারফত ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ও সম্পাদক অপর্ণা ঘটককে।