রোজই কতশত ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একেকটা ভিডিও দেখে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই কিছু কিছু আশ্চর্য কান্ড দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। সম্প্রতি এমনই এক ভিডিও দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম সহ সর্বত্র।
রান্না করার অভ্যেস বা অভিজ্ঞতা আমাদের কমবেশি সকলেরই আছে। এমনকি করতে না জানলেও নিদেনপক্ষে রান্না সম্পর্কে জ্ঞান তো রয়েইছে। কিন্তু হাতা খুন্তি ছাড়া হাত দিয়ে রান্না করতে কখনও দেখেছেন? অবাক লাগলেও এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন এক বৃদ্ধা।
ফুটন্ত তেলে হাতা খুন্তির তোয়াক্কা না করে হাত ডুবিয়েই এক বিশেষ ভাজা বানাচ্ছেন এক বৃদ্ধা মহিলা। ভিডিওতে দেখা যাচ্ছে, গ্যাসের উপর বসানো রয়েছে এক বড় মাপের কড়াই আর তাতেই টগবগ করে ফুটছে তেল। সেই তেলেই হাত ডুবিয়ে ভাজাভুজি বানাচ্ছেন মহিলা। ফুটন্ত তেলে হাত দিয়েও মহিলার যে কোনো কষ্ট যন্ত্রনা হচ্ছেনা তা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
বৃদ্ধার এই কান্ড দেখে কার্যত হতবাক নেটবাসী। ১৩ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই বিদ্যুতের গতিতে তা নিমেষে ভাইরাল হয়েছে। এভাবে গরম তেলে হাত ডোবানোর ঘটনাকে বিশ্বাসই করতে পারছেন না কেউ কেউ। আবার কেউ কেউ বলেছেন ভাজার জন্য যে তরলের ব্যাটারটি বৃদ্ধা ব্যবহার করছেন সেটিই তার হাত তাপ থেকে রক্ষা করছে।
She said tongs are for losers ???????????? pic.twitter.com/QF4IaFiMd7
— First We Feast (@firstwefeast) October 26, 2020