• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় খবর: বলিউডের মাদক মামলায় করণ জোহরকে নোটিশ NCB -র, জানতে চাওয়া হল ‘ড্রাগপার্টি’র খুঁটিনাটি

Published on:

ফের মাদক মামলায় নাম জড়ালো বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহারের (karan johar)। এর আগে বারংবারই মাদক মামলার তদন্তে উটগে এসেছে পরিচালকের বাড়িতে ‘ড্রাগ পার্টি’র প্রসঙ্গ। এবার সেই পার্টিরই বিস্তারিত তথ্য জানতে চেয়ে করণ জোহারকে নোটিশ দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB।

প্রায় একবছর আগে ওই পার্টিকে অনেকদিন ধরেই নিশানা করেছে NCB। বৃহস্পতিবারই একটি নোটিশ পাঠিয়ে ভাইরাল হওয়া ভিডিওর সমস্ত বৈদ্যুতিন প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চাওয়া হয়েছে। শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসার অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমেই একের পর এক উঠে এসেছে বলিউডের অন্ধকার দিক। তখনই উঠে এসেছে মাদকের প্রসঙ্গও। ইতিমধ্যেই এই মামলায় নাম জড়িয়েছে তাবড়-তাবড় বলি তারকাদের।

করণ জোহরের হাউস পার্টির ভাইরাল ভিডিওটি নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছে। পার্টিতে দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, ভিকি কৌশল, জোয়া আখতার, শাহিদ কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বহু তারকাই উপস্থিত ছিলেন। প্রথম যখন ভিডিওটি ভাইরাল হয়েছিল। তখনই নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥