• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার পকেট হবে ভারী! মোদি সরকার জারি করলো ১০০ টাকার কয়েন, দেখে নিন কেমন দেখতে এটি

১০ এর পর এবার পকেট ভারী হতে চলেছে ১০০ টাকার কয়েনেও। শুক্রবার, একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া রাজে সিন্ধিয়াকে সম্মানিত করে ১০০ টাকার কয়েন চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয়া রাজে সিন্ধিয়াকে গোয়ালিয়রের রাজমাতা বলা হয়, এদিন তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষেই তাঁর নামাঙ্কিত এই বিশেষ স্মারক মুদ্রার প্রচলন করেন নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই বিশেষ মুদ্রা প্রস্তুত করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে সিন্ধিয়ার পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশের নানান অঞ্চলের মানুষ। এই ১০০ টাকার কয়েনের দুপিঠেই করা হয়েছে বিশেষ কারুকার্য। কয়েনের এক পিঠে রয়েছে রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ছবি, উল্টোদিকে তারই হিন্দিতে লেখা রয়েছে তাঁরই জন্ম বার্ষিকী। কয়েনের এই দিকে জন্মের সাল ১৯১৯ লেখা রয়েছে ৷ অন্যদিকে ইংরেজিতে ভারত লেখা রয়েছে ৷ রয়েছে অশোক স্তম্ভের চিহ্ন ৷ এর নীচে ১০০ টাকা লেখা রয়েছে ৷

   

সোমবারের এই অনুষ্ঠানে রাজমাতার স্মৃতিচারণা করে প্রায় আধ ঘন্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়ালিয়ারে ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেত্রী বিজয়া রাজে। পাশাপাশি জনসংঘের নেত্রীও ছিলেন তিনি। হিন্দুত্ববাদের সমর্থক ও প্রচারক বিজয়া রাজে ছিলেন ভারতীয় জনতা পার্টির সংস্থাপক সদস্যদের মধ্যে একজন। বিজয়া রাজের দুই কন্যা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়াও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। কয়েনটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন বসুন্ধরা রাজে ৷