• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় খবর : চাপে পড়ে নাম বদলের সিদ্ধান্ত অক্ষয়ের সিনেমা ‘লক্ষ্মী বোম্ব’এর, নতুন নাম ..

Published on:

সম্প্রতি মুক্তি পায় অক্ষয় কুমার ( Akshay kumar) এবং কিয়ারা কিয়ারা আদভানির ‘লক্ষ্মী বোম্ব’ (Laxmi bomb) ছবির ট্রেইলার। ছবিতে অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে নেটিজেনমহলে শুরু হয় জলঘোলা ওঠে সমালোচনার ঝড়। এই বিতর্কের মাঝেই উঠে আসে নানাবিধ অভিযোগ। এই ছবিতে ঠাকুর-দেবতার নাম নিয়ে মস্করা করা হয়েছে বলে এই ছবি বয়কটের ডাক দেন নেট জনতার একাংশ।

সেইসব মাথায় রেখেই সুপারস্টার অক্ষয় কুমারের বহুল প্রত্যাশিত ছবি ‘লক্ষ্মী বোম্বের’ শিরোনাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রাঘব লরেন্স সহ ছবির নির্মাতারা। বৃহস্পতিবার, পরিচালক চলচ্চিত্রটির সেন্সর শংসাপত্রের জন্য যান এবং স্ক্রিনিং পোস্ট করেন। এরপরেই ছবির নির্মাতারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর সাথে বিশদে আলোচনা করেন। অবশেষে দর্শকদের অনুভূতির কথা মাথায় রেখে এবং শ্রদ্ধা জানিয়ে ‘লক্ষ্মী বোম্ব’ ছবির শিরোনাম বদলে’ লক্ষ্মী ‘করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

‘লক্ষ্মী’ হরর-কমেডি। ছবিতে অক্ষয় কুমার একজন রূপান্তরকামীর চরিত্রে হিসাবে অভিনয় করেছেন। অভিনেত্রী কায়ারা আদভানি এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কবির সিং খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানি। ট্রেইলার প্রকাশের পর থেকেই অক্ষয়ের চরিত্রটি বেশ গুঞ্জন তৈরি করেছিল।

কিছু লোক হিজড়া সম্প্রদায়ের ধর্মীয় উপস্থাপনের অভিযোগ করেছেন, আবার কেউ কেউ মনে করেছেন যে ছবিটির শিরোনাম অবমাননাকর কারণ এটি হিন্দু দেবী লক্ষ্মীকে অপমান করে। প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক হল ‘লক্ষ্মী বোম্ব’। রাঘব লরেন্স পরিচালিত এই ছবিটি করোনা মহামারী জনিত কারণে আগামী ৯ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥