• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯ দিনেই বাজিমাত! বিতর্ক সত্ত্বেও পাঠানকে টেক্কা দিয়ে বড়সড় রেকর্ড গড়ল ‘দ্য কেরালা স্টোরি’

Published on:

The Kerala Story made new record by beating Shahrukh Khan's Pathaan

বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) বিজয়রথ দুর্বার গতিতে ছুটে চলেছে। ছবিটিকে নিয়ে যতই বিতর্ক চলুক না কেন, বক্স অফিসে কালেকশনে (Box Office Collection) সেই ছাপ কিন্তু পড়েনি। যাবতীয় বিতর্ক, ব্যানের চাপকে পিছনে ফেলে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই সিনেমা। সম্প্রতি যেমন বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’কে (Pathaan) পিছনে ফেলে দিয়েছে এই ছবি।

চলতি বছরের তো বটেই, সাম্প্রতিক অতীতে বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা হল ‘পাঠান’। দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর এই সিনেমার হাত ধরেই প্রেক্ষাগৃহে ফিরেছেন কিং খান (Shah Rukh Khan)। চিত্রনাট্য দর্শকদের খুব একটা মুগ্ধ না করতে পারলেও, শাহরুখ-ফ্যানদের এই সিনেমা দারুণ লেগেছে। বক্স অফিসেও পড়েছে সেই প্রভাব। গোটা বিশ্বে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’।

Pathaan box office collection

এবার শাহরুখ অভিনীত এই ব্লকবাস্টার সিনেমাকেই টপকে গেল বঙ্গ তনয় সুদীপ্তর ‘দ্য কেরালা স্টোরি’। ভারতীয় বক্স অফিস থেকে ‘পাঠান’ আনুমানিক ৫৪৩.২২ কোটি টাকা আয় করেছিল। ছবিটির বাজেট ছিল প্রায় ২২৫ কোটি টাকা। অর্থাৎ ছবির লাভ হয়েছিল প্রায় ২৯৩.২২ কোটি টাকা অর্থাৎ প্রায় ১১৭ শতাংশ।

অপরদিকে ‘দ্য কেরালা স্টোরি’ খুব কম বাজেটে তৈরি হয়েছে। আদাহ শর্মা, সোনিয়া বালানি অভিনীত এই সিনেমার বাজেট ছিল মাত্র ৩০ কোটি টাকা। অপরদিকে রিলিজের মাত্র ১০ দিনের মাথাতেই আয়ের অঙ্ক ১৫০ কোটি ছুঁতে চলেছে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ছবির লাভের পরিমাণ অনেকখানি বেশি। ইতিমধ্যেই লাভের পরিমাণ ২৭০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে সেটি যে আরও বাড়বে তা বেশ বোঝা যাচ্ছে।

Pathaan and The Kerala Story, The Kerala Story box office collection

এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, ‘দ্য কেরালা স্টোরি’ কিন্তু বহু রাজ্যে নিষিদ্ধও ঘোষিত হয়েছে। বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সিনেমা। এছাড়া তামিলনাড়ুতেও ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যে আবার ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে হজত বিতর্কই চলতে থাকুক না কেন, ইতিমধ্যেই ছবিটি চলতি বছরের সবচেয়ে সফল হিন্দি ছবির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। পিছনে ফেলে দিয়েছে সুপারস্টার সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, অজয় দেবগণের ‘ভোলা’র মতো সিনেমাকে। এখন সামনে রয়েছে স্রেফ ‘তু ঝুটি ম্যায় মক্কার’ এবং ‘পাঠান’। ইতিমধ্যেই লাভের নিরিখে ‘পাঠান’কে টপকে গিয়েছে এই সিনেমা। এবার দেখা যাক, বক্স অফিস কালেকশনের নিরিখেও পিছনে ফেলতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥