• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিতর্ক ছাপিয়ে ২০০ কোটি পার! শাহরুখ-সলমনদের টেক্কা দিয়ে বিরাট রেকর্ড গড়ল ‘দ্য কেরালা স্টোরি’

Published on:

The Kerala Story makes new record after getting 200 crores in Box Office

এই মুহূর্তে বিনোদন দুনিয়ার অত্যন্ত চর্চিত একটি টপিক হল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা দর্শকদের দু’ভাগে বিভক্ত করে দিয়েছে। কেউ এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, কেউ আবার চটে লাল হয়ে গিয়েছেন। রিলিজের এতদিন পরেও ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক চলেই যাচ্ছে।

পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলি সুদীপ্ত সেনের সিনেমার সমালোচনা করেছে। পশ্চিমবঙ্গে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট এখন ছবিটি প্রদর্শনের ছাড়পত্র দিয়ে দিয়েছে। তবে তা সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্যের হলগুলিতে ছবিটি প্রদর্শিত হচ্ছে না। অপরদিকে আবার উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে রমরমিয়ে (Box office collection) চলছে এই ছবি।

The Kerala Story, The Kerala Story box office collection

সব মিলিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্ক এখনও টাটকা। তবে হাজার বিতর্কের মাঝেও এই সিনেমা কিন্তু বক্স অফিসে নিজের রাজত্ব চালিয়েই যাচ্ছে। দেখতে দেখতে ২০০ কোটির ক্লাবে এন্ট্রি নিতে চলে এসেছে এই ছবি। সেই সঙ্গেই গড়তে চলেছে একটি বিরাট রেকর্ডও।

সোমবার পাওয়া তথ্য অনুযায়ী, এই ছবির বক্স অফিস কালেকশন ২০০ কোটি প্রায় ছুঁয়ে ফেলেছে। এখনও পর্যন্ত ছবিটি মোট ১৯৮.৯৭ কোটি টাকার ব্যবসা করেছে। গত তিন দিনে এই ছবির আয় যথাক্রমে ৬.৬০, ৯.১৫ এবং ১১.৫০ কোটি টাকা। আজই বক্স অফিস কালেকশন ২০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

The Kerala Story, The Kerala Story box office collection

বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পেরোনোর আগেই অবশ্য একটি বিরাট রেকর্ড গড়ে ফেলেছে সুদীপ্ত পরিচালিত এই সিনেমা। এখনও পর্যন্ত চলতি বছর মুক্তিপ্রাপ্ত সবচেয়ে সফল (বাণিজ্যিক দিক থেকে) ছবি হল শাহরুখ খানের ‘পাঠান’। গোটা বিশ্বে ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। এতদিন পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিল সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’। এবার সেই ছবিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘দ্য কেরালা স্টোরি’।

প্রসঙ্গত, সুদীপ্ত পরিচালিত এই চর্চিত সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নামী অভিনেত্রী আদাহ শর্মা। এছাড়াও সোনিয়া বালানি সহ আরও বহু তারকাকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই মুহূর্তে যেভাবে বক্স অফিসে ‘দ্য কেরালা স্টোরি’র বিজয়রথ ছুটছে, তাতে এটাই দেখার শেষ পর্যন্ত সেটি কোথায় গিয়ে থামে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥