• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিতর্ককে তুড়ি মেরে বক্স অফিসে রাজ করছে! সলমনের ছবিকে পিছনে ফেলে রেকর্ড করল ‘দ্য কেরালা স্টোরি’

সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে চর্চার অন্ত নেই। সেইসঙ্গে পাল্লা দিয়ে চলছে বিতর্ক। যেদিন থেকে এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সেদিন থেকে বিতর্কের সূত্রপাত হয়েছে। রিলিজের পরেও তা অব্যাহত রয়েছে। তবে বাইরে যতই বিতর্কই হোক না কেন, বক্স অফিসে কিন্তু দারুণ ব্যবসা করছে এই সিনেমা। রিলিজের চতুর্থ দিনেই বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan) ‘কিসি কা ভাই কিসি কি জান’কে (Kisi Ka Bhai Kisi Ki Jaan) পিছনে ফেলে বিরাট নজির গড়েছে এই সিনেমা।

কেরালার মহিলাদের ধর্মান্তকরণের কাহিনী ফুটে উঠেছে ‘দ্য কেরালা স্টোরি’তে। সত্য ঘটনার ওপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছে বলে দাবি নির্মাতাদের। এখনও পর্যন্ত দর্শকদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে বক্স অফিসে কিন্তু ভালো ব্যবসা (Box office collection) করছে এই সিনেমা। রিলিজের চতুর্থ দিনের মধ্যেই ভালো টাকা আয় করে ফেলেছে এই ছবি।

   

The Kerala Story, The Kerala Story box office collection

ইন্ডাস্ট্রি ট্র্যাকার Sacnilk’র রিপোর্ট থেকে জানা গিয়েছে, রিলিজের পর প্রথম সোমবার ডাবল ডিজিটের ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’। গতকাল ১০.৫১ কোটি টাকা আয় করেছে সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা। যা কিনা সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’এর থেকেও বেশি।

ইতিমধ্যেই চলতি বছর মুক্তিপ্রাপ্ত সেরা ৫ ওপেনিং পাওয়া সিনেমাগুলির মধ্যে একটি হয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ এবং ‘ভোলা’র পরেই তালিকায় নাম রয়েছে এই ছবির। তবে ওপেনিংয়ের তালিকায় সলমনের ছবি থেকে পিছিয়ে থাকলেও, রিলিজের পর প্রথম সোমবারের ব্যবসার নিরিখে কিন্তু এগিয়ে রয়েছে সুদীপ্তর ছবি।

The Kerala Story, The Kerala Story box office collection

মুক্তির পর প্রথম সোমবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে ১০.১৭ কোটি টাকার ব্যবসা করেছিল। অপরদিকে ‘দ্য কেরালা স্টোরি’ আয় করেছে ১০.৫১ কোটি টাকা। অর্থাৎ কিছুটা হলেও বেশি আয় করেছে এই সিনেমা এবং পিছনে ফেলে দিয়েছে ভাইজানের ছবিকে।

তবে ‘কিসি কা ভাই কিসি কি জান’কে টপকে গেলেও, সত্য ঘটনার ওপর নির্মিত গত বছরের ব্লকবাস্টার ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে কিন্তু পিছনে ফেলতে পারেনি ‘দ্য কেরালা স্টোরি’। অনুপম খের, মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমা রিলিজের পর প্রথম সোমবার ১৫.০৫ কোটি টাকা আয় করেছিল। অর্থাৎ ‘দ্য কেরালা স্টোরি’র থেকে প্রায় ৫ কোটি টাকা বেশি ঘরে তুলেছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’।

site