• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আশংকাই সত্যিই হল! দুর্ঘটনার কবলে পরে হাসপাতালে ‘দ্য কেরালা স্টোরি’ নায়িকা ও পরিচালক

এই মুহূর্তে বিনোদন দুনিয়ার খবর খুললেই ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে চর্চা চোখে পড়ছে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই সিনেমা এক কথায় ঝড় তুলেছে গোটা দেশে। দর্শকরা বিভক্ত হয়ে গিয়েছেন দু’টি ভাগে। প্রত্যেকে নিজের নিজের মতামত দিচ্ছেন। এসবের মাঝেই দুর্ঘটনার কবলে পড়লেন ছবির নায়িকা আদাহ শর্মা (Adah Sharma) এবং পরিচালক নিজে।

একদিকে যখন ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে উত্তাল গোটা দেশ, তখন বক্স অফিসে রমরমিয়ে চলছে এই সিনেমা। ব্যান করে কিংবা শো বাতিল করেও ছবিটিকে আটকানো যায়নি। ইতিমধ্যেই বক্স অফিসে ১০০ কোটির বেশি টাকা আয় করে ফেলেছে এই সিনেমা। দর্শকদের মনে দাগ কেটেছে আদাহ, সোনিয়া সহ ছবির প্রত্যেক কলাকুশলীর অভিনয়।

   

The Kerala Story, The Kerala Story box office collection

‘দ্য কেরালা স্টোরি’র রমরমিয়ে ব্যবসা এবং বিতর্ক- দুই-ই সমানতালে চলছে। এই বিতর্কেই আবহেই পরিচালক সুদীপ্ত এবং নায়িকা আদাহ করিমনগরে চলেছিলেন। হিন্দু একতা যাত্রার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল দু’জনের। সেখানে যাওয়ার সময়েই দুর্ঘটনার (Road Accident) কবলে পড়েন তাঁরা। আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

The Kerala Story, Adah Sharma and Sudipto Sen, Adah Sharma and Sudipto Sen accident

সুদীপ্ত এবং আদাহর দুর্ঘটনার কবলে পড়ার খবরে স্বাভাবিকভাবেই বেশ চিন্তিত হয়ে পড়েছেন তাঁদের অনুরাগীরা। প্রত্যেকের একটাই প্রশ্ন, এখন কেমন আছেন (Health Update) দু’জনে? আদাহ নিজে টুইট করে জানিয়েছেন, ‘আমি এখন ভালো আছি। আমাদের দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকে প্রচুর ফোন আসছে। আমাদের দলের প্রত্যেকে ভালো আছেন। চিন্তার কিছু নেই, বড় কিছু হয়নি। তবে উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ’।


আদাহর টুইটের আগে সুদীপ্ত নিজে দুর্ঘটনার আভাস দিয়েছিলেন। ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালক টুইট করেছিলেন, ‘আজ করিমনগরে একটি জনসভায় আমাদের যোগ দেওয়ার কথা ছিল। সেখানে যুবক-যুবতীদের মাঝে আমাদের সিনেমা নিতে কথা বলতাম। তবে আচমকা স্বাস্থ্যের অবনতি হওয়ায় সেখানে যেতে পারলাম না। আমরা খুব দুঃখিত। করিমনগরের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিছি। আমাদের কন্যাদের রক্ষা করতে সিনেমাটি বানিয়েছিলাম। দয়া করে আমাদের পাশে থাকুন’।


প্রসঙ্গত উল্লেখ্য, সুদীপ্ত পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’তে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে অভিনয় করেছেন আদাহ। সমাজমাধ্যমে নিজের কাজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছলেন অভিনেত্রী। নায়িকা লিখেছিলেন, ‘প্রথম দিন চিত্রনাট্য শোনার পরেই আমি বুঝতে পেরেছিলাম এটা একটা নিরীহ মেয়ের কাহিনী। সে আইএসিসের মতো একটি দলের ফাঁদে পড়ে গিয়েছিল। সন্ত্রাসবাদের এই কাহিনী ভয়ঙ্কর। তবে কাউকে না কাউকে এই গল্প বলতেই হতো’।