মুক্তির পর থেকেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) জ্বরে কাঁপছে গোটা দেশ! দেশবাসীকে কাঁদিয়েও মন জয় করে নিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর ঘটে যাওয়া নির্মম অত্যাচারের বাস্তব ঘটনাকে অত্যন্ত নিখুঁত ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। তবে এই সিনেমা মুক্তির পর থেকে দেশজুড়ে শুরু হয়েছে বিরাট তরজা।
আম আদমি থেকে সেলিব্রেটি সকলেই মুখ খুলেছেন এই সিনেমা নিয়ে। কাশ্মীর ফাইলস নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে গোটা দেশ। ইতিহাসের পাতায় ধুলো চাপা পড়া এমন একটা অন্ধকার অধ্যায় সিনেমার পর্দায় তুলে ধরার সৎ সাহস দেখানোর জন্য একদিকে উপচে পড়েছে অসংখ্য মানুষের ঢালাও প্রশংসা, তেমনই ঘটনার সত্যতা অস্বীকার করে একটা বড় অংশের অভিযোগ উস্কানিমূলক সিনেমা বানিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষপাতীত্ব করেছেন পরিচালক।
আবার কেউ কেউ বলছে এই ছবি সাম্প্রদায়িকতাকেও প্রচার করছে৷ হিন্দুদের যন্ত্রণাকে যেভাবে দেখানো হয়েছে, এবং মুসলিমদের অত্যাচারের যে ছবি ফুটিয়ে তোলা হয়েছে তার জেরে দুই ধর্মের মানুষের মনেই তৈরি হচ্ছে ক্ষোভ৷ সম্প্রতি জম্মু কাশ্মীরেরই এক মৌলানা এই ছবি নিষিদ্ধ করবার ডাক দিয়েছিলেন।
বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ -এর বিরুদ্ধে সুর চড়িয়ে জম্মু ও কাশ্মীরের রাজৌরির জামিয়া মসজিদে জনসাধারণের উদ্দেশে ভাষণ দিয়ে মৌলানা ফারুক বলেছিলেন, তার অভিযোগ ছবিতে কেবল মাত্র একটা দিক দেখানো হয়েছে। আর সুচতুর ভাবে উপেক্ষা করা হয়েছে মুসলমানদের বেদনা ও কষ্ট । এমনকি কয়েকজন বলিউড তারকারাও দাবি করেছিলেন এই ছবি জনমানসে মুসলিম বিরোধিতা তৈরি করবে।
BIG VICTORY:
FINALLY, got the censor clearance from UAE. Rated 15+ passed without any cuts. Releasing on 7th April (Thursday).Now, Singapore. (Thanks Sanu for this portrait). pic.twitter.com/MsQTXowvNu
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 30, 2022
তবে এবার নিন্দুকদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়ে এক নতুন খবর জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী নিজে। যার জেরে ক্রমাগত মুসলিম সম্প্রদায়ের মানুষদের কোণঠাসা করে দেখানোর যে অভিযোগ উঠেছিল তা একবাক্যে ভুল প্রমাণ করে দিলেন খোদ পরিচালক। এদিন ট্যুইট করে তিনি লিখেছেন ,’চার সপ্তাহের চুলচেরা বিশ্লেষণের পর অবশেষে সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির একটি অংশও বাদ পড়েনি। আগামী ৭ এপ্রিল UAE-তে মুক্তি পাবে এই ছবি। এরপর সিঙ্গাপুরেও মুক্তি পেতে চলেছে।”