• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো হাড়েই বক্স অফিস কাঁপাচ্ছে মিঠুন, অনুপম খের! চতুর্থ দিনেও ফাটিয়ে কালেকশন ‘The kashmir files’ এর

সদ্য অর্থাৎ গত ১১ই মার্চ মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা, ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কাশ্মীরি পন্ডিতদের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি প্রথম দিনেই প্রায় সাড়ে ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

প্রথমত নামজাদা সব তারকারা তার উপর এমন একটি জ্বলন্ত ইস্যু, সব মিলিয়ে ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল প্রবল। ১৯৯০ সালে কাশ্মীর ছেড়ে পন্ডিতরা চলে গিয়েছিলেন, সেই নির্মম ঘটনাই ফুটে উঠেছে ছবির চিত্রনাট্যে। শুরুর দিনেই বক্স অফিসে ধামাকা দেখিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, এবং মুক্তির ৪ দিন পরেও সেই সাফল্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি।
IMDb,Kashmiri Pandit,The kashmir files,Vivek Ranjan Agnihotri,আইএমডিবি,কাশ্মীরি পন্ডিত,দ্য কাশ্মীর ফাইলস,বিবেক রঞ্জন অগ্নিহোত্রী

   

ইতিমধ্যেই বক্স অফিসে ৪২.২০ কোটি টাকা আয় করে ফেলেছে মিঠুন, অনুপম খেরের এই ছবি। ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার টুইটে জানিয়েছেন, ‘সোমবার গুরুত্বপূর্ণ। অধিকাংশ ছবি ক্র্যাশ/পতনের সময়, তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিজের রেকর্ড বজায় রেখেছে। এ দিন সূর্যের মতোই উজ্জ্বল সে। রবিবারের মতোই খানিকটা সোমবারও। স্ম্যাশ-হিট… অবশ্যই ব্লকবাস্টার হতে চলেছে… শুক্রবার ৩.৫৫ কোটি… শনিবার ৮.৫০ কোটি… রবিবার ১৫.১০ কোটি… সোমবার ১৫.০৫ কোটি… ভারতে মোট আয় ৪২.২০ কোটি।’

IMDb,Kashmiri Pandit,The kashmir files,Vivek Ranjan Agnihotri,আইএমডিবি,কাশ্মীরি পন্ডিত,দ্য কাশ্মীর ফাইলস,বিবেক রঞ্জন অগ্নিহোত্রী

জানা গেছে এরই মধ্যে বলিউডের সমস্ত সিনেমার রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কাশ্মীরি ফাইলস। জানা গেছে সিনেমা টি মুক্তির মাত্র দুই দিন আগে, ৩৭.৩ শতাংশ ভিউ স্কোর করে আইএমডিবি (IMDB)-এর সবচেয়ে প্রত্যাশিত নতুন ভারতীয় সিনেমা এবং শোগুলির তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। চোখে জল এনে দেওয়া এই সিনেমাটি ইতিমধ্যেই ‘রাধে শ্যাম’, ‘বচ্চন পান্ডে’, ‘RRR’ এবং ‘KGF2’ এর মতো একাধিক বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিকে পিছনে ফেলে দিয়ে পয়লা স্থান অর্জন করেছে।