ভারতীয় টেলিভিশনে অন্যতম জনপ্রিয় কমেডি শো হল দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)। দর্শকমহলে কমেডি কিং কপিল শর্মার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তার সাথে সাথেই দিনে দিনে বেড়ে চলেছে এই রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা। তবে এটি এমন একটি কমেডি শো যেখানে শো সঞ্চালনার দায়িত্বে কপিল শর্মা থাকলেও শোয় উপস্থিত বিভিন্ন চরিত্রের অভিনেতারাও দর্শকমহলে দারুন জনপ্রিয়।
দ্য কপিল শর্মা শোয়ের এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন চন্দন প্রভাকর (Chandan Pravakar)। ইদানীং প্রায়শই শিরোনামে উঠে আসেন এই অভিনেতা। প্রসঙ্গত কপিল শর্মা শোয়ের অভিনেতার নাম হয়েছে চান্দু চাওয়ালা (Chandu Chawala)। কপিল শর্মার মঞ্চ থেকেই দেশব্যাপী দারুন পরিচিতি পেয়েছেন। ইদানীং দর্শকমহলে দুর্দান্ত ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেতার।
এই কপিল শর্মা শোয়ে চন্দনের মুন্সিয়ানা এবং দুর্দান্ত কমিক টাইমিং লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে। ভক্তদের পাশাপাশি দিনে দিনে বেড়ে চলেছে অভিনেতার আয়ের পরিমাণ। কিছুদিন আগেই একটি বিলাসবহুল বাড়ি এবং একটি গাড়ি কিনে শিরোনামে এসেছিলেন অভিনেতা। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই জনপ্রিয় কৌতুক অভিনেতার বিলাসবহুল বাড়ি,গাড়ির কয়েক ঝলক।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর অভিনেতা চন্দন প্রভাকরের একটি বিলাসবহুল বাড়ির পাশাপাশি রয়েছে একটি বিলাসবহুল গাড়ি। সম্প্রতি চন্দন প্রভাকর একটি নীল রঙের এক্স ইউ ভি ৭০০ কিনেছেন, যার দাম ২০ থেকে ২২ লক্ষ টাকা। একথা হয়তো অনেকেই জানেন না বরাবরই গাড়ির প্রতি দারুন ঝোঁক রয়েছে চন্দনের।
তাই এই এক্স ইউ ভি ৭০০ শুধু নয় চন্দন প্রভাকরের ঝুলিতে রয়েছে আরও একাধিক দামি এবং বিলাসবহুল গাড়ি। অভিনেতার সংগ্রহে থাকা আরেকটি বহুমূল্য দুর্দান্ত গাড়ি হল BMW 3 সিরিজ ৩২০ ডি, যার দাম প্রায় ৪৯ লক্ষ টাকা৷ অভিনেতা বর্তমানে মুম্বাইতে তার পরিবারের সাথে অপূর্ব সুন্দর এবং বিলাসবহুল একটি বাড়িতে থাকেন। এই বাড়িটি তিনি এবং তাঁর স্ত্রী অত্যন্ত শৌখিন ভাবে ডিজাইন করেছেন। তাদের এই বাড়িটি শুধু বিলাসবহুলই নয়, পাশাপাশি তাদের বাড়িতে রয়েছে আরও একাধিক সুবিধা।জানা যায় কপিল শর্মা শো থেকে চন্দন প্রভাকর প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে থাকেন।