• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেশা কাটেনি এখনও! ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের তুমুল ট্রোলের শিকার শাহিদ কাপুর

বলিউড হার্টথ্রব শাহিদ কাপুর আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যাঙ্কেবল তারকাদের মধ্যে একজন।কিয়ারা আদভানির সঙ্গে তাঁর শেষ ছবি ‘কবির সিং’ বক্স অফিসে ঝড় তুলেছিল এবং তার কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভই থাকেন অভিনেতা। মাঝে মধ্যেই নিজের পরিবারের ছবি, নিজের ছবি, বিভিন্ন মজার ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি এমনই এক মজার ভিডিও শেয়ার করে নেটিজেনদের প্রবল ট্রোলের শিকার হন শাহিদ কাপুর। ভিডিওতে একটি সানগ্লাস পরে অদ্ভুত ভঙ্গিমায় হেসে ওঠেন শাহিদ, ভিডিওটির ক্যাপশানে তিনি লেখেন ‘মুড’। তার এই অদ্ভুত ভঙ্গিমা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল, অনেকেই তার এই ভিডিওর সাথে করণ জোহারের ড্রাগ পার্টির তুলনা টেনেছেন।

উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ লিখেছেন ‘এরকম করবেন না! ঘরে NCB চলে আসবে’, আবার কেউ লিখেছেন, ‘ আপনিও তো ছিলেন না করণ জোহারের পার্টিতে? নেশা কাটেনি এখনো?’, কেউবা তার এই ভঙ্গিমাকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘মুঝে ড্রাগস দো’, এছাড়াও, ‘গাঁজা খেয়েছেন?’, ‘NCB আপনার লোকেশন জানতে চায়’, ‘ওহো গাঞ্জা গাঞ্জা’ এমন নানাবিধ মন্তব্য উঠে এসেছে তার এই ভিডিওর নীচে৷ কবীর সিং ছবিতে শাহিদের নেশা করার ভিবিন্ন দৃশ্য নিয়েও যথেচ্ছ জলঘোলা হয়েছিল। এবার সেই আগুনেই ঘি ঢাললো এই ভিডিও।

https://www.instagram.com/p/CGO33tAHpB7/?igshid=rl7sce87rxzr

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥