• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুষ্পা সিনেমার জন্যই হচ্ছে বড় ক্ষতি! আল্লু অর্জুনের ছবির পর বাড়ছে লাল চন্দন পাচারের ঘটনা, উদ্বিগ্ন পুলিশ

আপাতত সারাদেশ জুড়ে লোকের মুখে মুখে ঘুরছে একটাই সংলাপ ‘পুষ্পা ঝুকেগা নেহি’। বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। শুধু দক্ষিণ ভারতে নয় গোটা দেশেই এই ছবি চলছে রমরমিয়ে।

এই ছবিতে আল্লু অর্জুন একজন চন্দন দস্যু। অর্থাৎ গোটা ছবি জুড়েই প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে লাল চন্দনের চোরা চালান চক্র, যার মাস্টারমাইন্ড আল্লু অর্জুন স্বয়ং। ছবিতে যেমনটা দেখানো হয়েছে যে সারা দেশ জুড়েই লাল চন্দনের বিপুল চাহিদা রয়েছে। বহু মূল্যবান এই কাঠ বেচা বেআইনিও। কিন্তু ‘পুষ্পা’ ছবিতে দেখানো হয়েছে কীভাবে পুলিশের নাকের ডগা দিয়ে টন টন লাল চন্দন পাচার করেছেন পুষ্পা।

   

pushpa,sandalwoods,police,পুষ্প,লাল চন্দন,অন্ধ্রপ্রদেশ

আর এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বাস্তবেও লাল চন্দন পাচার বেড়ে গিয়েছে বলে খবর। গত ২০ জানুয়ারি নেলোর জেলার রাপুর জঙ্গল থেকে বেশ কিছুজন লাল চন্দন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঠিক ‘পুষ্পা’ ছবির স্টাইলেই চলছিল অপরাধ৷ জানা যাচ্ছে, পুলিশের জালে ধৃত অভিযুক্তদের মধ্যে ৩ জন চন্দন কাঠ পাচারকারি রয়েছেন এবং ৫৫ জন রয়েছেন শ্রমিক।

pushpa,sandalwoods,police,পুষ্প,লাল চন্দন,অন্ধ্রপ্রদেশ

এই আসল অপরাধীদের ধরতে কার্যত কালঘাম ছুটে গিয়েছিল চেন্নাই পুলিশের৷ জানা যাচ্ছে, এই চক্রের খবর পেয়ে পুলিশ চেন্নাই ন্যাশনাল রোড অবস্থান করে এবং প্রত্যেকটা গাড়িতে সন্ধান চালায়। অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা পুলিশের দিকে লক্ষ্য করে ঢিল, পাটকেল, কুড়ুল চালায় বোলেও জানা গিয়েছে। তবে পুলিশের হাত থেকে নিস্তার পায়নি তারা।

pushpa,sandalwoods,police,পুষ্প,লাল চন্দন,অন্ধ্রপ্রদেশ

সূত্রের খবর, এই চক্রের কাছ থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশ উদ্ধার করেছেন ৪৫ টি লাল চন্দন কাঠ,২৪ টি কুড়াল, ৩১ টি মোবাইল,১ টি গাড়ি, ৭৫ হাজার নগদ অর্থ। এই ঘটনার পর থেকেই উদ্বিগ্ন পুলিশ থেকে প্রশাসন। অনেকেই, ‘পুষ্পা’ সিনেমাই এই ঘটনার ইন্ধন জুগিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

site