• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর পর নো মেকাপ লুকে ঝড়ে পড়ছে ‘মোহর’এর গ্ল্যামার! ভাইরাল টেলি-নায়িকা সোনামণির ছবি

কে ভেবেছিল এবারের পুজোর খুশি খুশি মুখ গুলো আড়ালেই ঢেকে থাকবে? হঠাৎই গোটা পৃথিবীর খোলনলচে বদলে দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস করোনা। অন্যবারের থেকে এবার পুজোর আবহ ছিল সম্পূর্ণ আলাদা। সারা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। রোজই নয়া রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই করোনা আতঙ্কের জেরে এবার ভাটা পড়েছে পুজোর আনন্দতেও। বাড়িতে বসেই পুজো কাটিয়েছেন সিংহভাগ বাঙালি।

এরমাঝেই প্রশ্ন উঠছিল কেমন ভাবে পুজো কাটাচ্ছেন তারকারা? তারকা মানেই তাদের ঘিরে মানুষের সমাগম, কিন্তু এবার সেসব যেহেতু নৈব নৈব চ, তাই তারাও কার্যত ঘরবন্দীই ছিলেন। এবার এর মাঝেই ভাইরাল জনপ্রিয় টেলি নায়িকা মোহর ওরফে সোনামণি সাহার ছবি। পুজোর পর ‘হানি’ লেখা টি-শার্ট পরে নো-মেকাপ লুকে ফটোসেশান করেছেন মোহর। এবার কি তবে ধারাবাহিকে শঙ্ক স্যার মোহরের কাছে ফিরবে? এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সর্বত্র।

 

View this post on Instagram

 

A post shared by Sona sona (@sona_7739) on


সবসময়ই টেলি নায়িকাদের অন্দরমহলে নজর রাখতে মরিয়া হয়ে থাকেন ভক্তকূল। রিল লাইফের বাইরে রিয়েল লাইফে তারা কেমন, সেই কৌতুহলের শেষ নেই। তাই অনুরাগীদের খুশি রাখতে মাঝেমধ্যেই নতুন নতুন ফটোশ্যুট করে ইন্সটাগ্রামে ঝড় তোলেন অভিনেত্রী সোনামণি সাহা।

কদিন আগেই অন্নপূর্ণার সাজে দেখা দিয়েছিলেন সোনামণি। লাল সাদা শাড়ি, কপালে ত্রিনয়ন, সাবেকি গয়না, চওড়া সিঁদূর হাতে আলতা পরে ভাইরাল হয়েছিল ‘মোহরের’ ছবি। কিন্তু এবার এক্কেবারে নো মেকাপ লুকেই সোশ্যাল মিডিয়া কাঁপালেন এই অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Sona sona (@sona_7739) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥