শিরোনাম দেখে হয়ত অনেকেই মুখ টিপে হাসতে শুরু করেছেন এই ভেবে, যে বাবা (father) কীভাবে নিজের সন্তানের স্তন পান করতে পারেন। হয়ত খুব তির্যক ভঙ্গিতে বাঁকা দৃষ্টিতে দেখছেন মেয়েটিকেও যে সদ্যজাত সন্তানের ভাগ থেকে বাঁচিয়ে নিজের বুকের দুধ তুলে দিচ্ছেন বাবার মুখে।
আপাতদৃষ্টিতে এই ঘটনা খুব অশালীন দেখালেও তার পরোয়া করেন না দুই সন্তানের মা চল্লিশ বছর বয়সী হেলেন। নিজের সিদ্ধান্তে তিনি অবিচল। বাবাও কোনো আপত্তি না করে বাধ্য ছেলের মতো খেয়ে চলেছেন কন্যাদুগ্ধ।
আসল কারণটি হল মহিলার বাবা আর্থার কঠিন ক্যান্সার (Cancer)-এ আক্রান্ত। তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন তিনি তাই বাবার লড়াইয়ে সাহস জোগাতেই নিজের বুকের দুধ দিয়ে চলেছেন হেলেন ফিৎতসিমনস (Helen Fittsimons)।
ইন্টারনেট ঘেঁটে অনেক গবেষণার পর হেলেন জানতে পারেন, ব্রেস্ট মিল্ক (breast milk) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এই ধারণার উপর ভিত্তি করেই তিনি তাঁর বাবাকে প্রতিদিন একগ্লাস করে ব্রেস্ট মিল্ক পান করান। কোলে তার সদ্যজাতর বয়স মাত্র এক। এতে ওই মহিলার মায়ের অর্থাৎ আর্থারের স্ত্রীরও কোনো আপত্তি নেই।
আর্থারের চিকিৎসকের মতে এ ধরনের ক্যানসারে শরীরে প্রোটিনের মাত্রা অনেক বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আস্তে আস্তে হাড়গোড় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। কিন্তু আর্থারের শরীরে দ্রুত বাড়তে থাকা প্রোটিনের মাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও, অনেকটাই কমে এসেছে। ডাক্তাররাও বিস্মিত বুকের দুধের এমন ক্ষমতায়। মেয়ের আশা এইভাবে বাবাকে অন্তত আরো এক বছর বাঁচিয়ে রাখতে পারবেন।