• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভ্যালেন্টাইন্স ডে তে নতুন চমক বলিউডে! এবার ‘কোচ’ হয়ে ময়দানে নামছেন অজয় দেবগণ

Published on:

ajay devgan

ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentines Day) রুপোলি পর্দায় নতুন অবতারে ফিরছেন বাজীরাও সিংঘম (Bajirao Singham)! আগামী ১৪ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে স্পোর্টস ড্রামা ‘ময়দান’ (Maidan) ছবির চতুর্থ শ্যুটিং শিডিউল। এইবারে বলিউডের ময়দানে কোচের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে (Ajay Devgan)। সূত্রের খবর, মধ্য মুম্বইয়ের (Mumbai) পোয়াইয়ে শুরু হবে শ্যুটিং।

ajay devgan maidan

এপ্রিলের শেষ পর্যন্ত টানা শ্যুটিংয়ের কাজ চলবে বলে জানায় টিম ময়দান। বলিসূত্রের খবর, মুম্বইয়ের মাঢ আইল্যান্ডে (Madh Island) চলবে ছবির ফুটবল দৃশ্যের কাজ। স্বাভাবিকভাবে ছবিকে আরও নিখুঁত করার উদ্দেশ্যে ফুটবল, শরীরচর্চা ও কোরিওগ্রাফির নিয়মে নিজেকে বেঁধে ফেলেছেন অভিনেতা। প্রযোজকদের তরফে জানা গেছে, লকডাউনের সময়ে বিভিন্ন দেশের ভিএফএক্স (VFX) নিয়ে ক্রমাগত গবেষণা করেছে টিম-ময়দান।

ajay devgan maidan

ভারতীয় ফুটবলে সোনার দিনের কথা পর্দায় ফুটিয়ে তুলবে ময়দান। গত বছরের জানুয়ারিতে ময়দানের পোস্টার সোশ্যাল মঞ্চে পোস্ট করেন অজয়। পোস্টের সঙ্গে অজয় জানান যে, “বদল আনতে গেলে তা একাই করা সম্ভব।” অজয় দেবগণের এহেন বায়োপিককে ঘিরে এখনই উত্তেজনা বলিমহলে। সোশ্যাল মিডিয়ায় ফুটবলপ্রেমী নেটিজেনরাও যে এই ছবিকে ঘিরে উত্তেজিত, তাও স্পষ্ট সোশ্যাল মঞ্চেই!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥