ভাগ্যের নিদারুণ পরিহাস! উত্তরপ্রদেশের (uttar pradesh) আমরোহায় এক অভাবী কৃষক হঠাৎ পেলেন তার কঠোর পরিশ্রমের ফল। নাজিম নামির উত্তরপ্রদেশের ওই কৃষক রোজকার মতোই জমিতে লাঙল চালাচ্ছিলেন। হঠাৎ লাঙ্গল দিতে দিতে জমির মাঝেই তার ট্রাক্টর আটকে যায়। এরপর গায়ের জোরে সেই ট্রাক্টরে ধাক্কা দিতেই মাটি ফুঁড়ে উঠে আসে এক ঘড়া রৌপ্য মুদ্রা। নিমেষে সারা জমিতে ছড়িয়ে ছিটিয়েও যায় সব।
গুপ্তধন দেখতে পেয়ে ট্রাক্টর থেকে নেমে দাঁড়ান নাজিম। এরপর আরও গুপ্তধনের আশায় সারা জমি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেন। কিন্তু ততক্ষণে সারা গ্রামের লোক সব মুদ্রা লুটপাট করে পালিয়ে যায়। বেচারা নাজিম এবং খামারের মালিকের ভাগ্যে কানাকড়িও জোটেনি।
ঘটনার জেরে খামারের মালিক শওকত আলী থানায় স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তাঁর অভিযোগ, মাঠ চাষ করার জন্য তিনি একটি ট্রাক্টর ভাড়া নিয়েছিলেন। জমি চাষ করছিলেন নাজিম নামের ব্যক্তি। নাজিমই সেই জমি থেকে গহনা ও মুদ্রা পায় কিন্তু সেসবই স্থানীয়রা লুটে নিয়ে পালায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ স্থানীয়দের কাছ থেকে কিছু মুদ্রা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকৃত মুদ্রাগুলি রাষ্ট্রের কোষাগারে জমা করা হবে। জানা যাচ্ছে, মুদ্রা গুলি আসলে ১৯ শতকের সময়কার। উদ্ধারকৃত গয়নার ওজন প্রায় ২ কেজি৷ তবে এগুলির দাম ও গ্রহণযোগ্যতা বিচারে খুব শিগগিরই বিশেষজ্ঞ দল মাঠে নামবে বলে খবর।