রোজই কত শত ভিডিও ভাইরাল হয় নেট পাড়ায়। তারমধ্যে কিছু মজারচ্ছলে উড়িয়ে দিলেও কিছু ভিডিও বেশ কিছুটা শিখিয়ে দিয়ে যায় আমাদের। সম্প্রতি নেট পাড়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখলে এত খারাপ সময়েও আপনার মনে হবে আনুগত্য বিশ্বাস বলে শব্দগুলো আজও অভিধানে রয়েছে।
আজ কাল স্বার্থ ছাড়া কেউ কিছু করেনা। সবকিছুর পিছনেই থাকে নোংরা স্বার্থ। কিন্তু কুকুর কখনো বিশ্বাসঘাতক হয়না, তার প্রভুই তার কাছে ভগবান সম। এই কথা ফের প্রমাণ হল একটি ভাইরাল ভিডিওতে। নিজের মালিকের প্রাণ বাঁচাতে সে জান পর্যন্ত দিতে পারে।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেল, টিলি নামক একটি কুকুর তার প্রভুকে হাঙরের মুখ থেকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখেই সমুদ্রের জলে ঝাঁপ দিল। অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের একটি বিলাসবহুল দ্বীপ রিসোর্টের কাছে একটি হাঙ্গরকে দেখতে পায়। আর ওই হাঙ্গর তীরের সামনে আসলেই সে তার উপর ঝাঁপিয়ে পড়ে। জলে নেমেও তন্নতন্ন করে খুঁজতে থাকে হাঙরটিকে। এই ভিডিওটি ইতিমধ্যেই ৭২ হাজারেরও বেশি ভিউ ছুঁয়েছে। কুকুরটির এই প্রভুভক্তি মন জিতে নিয়েছে নেটজনতার৷
View this post on Instagram