• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কলকাতায় গেলে প্রাণ চলে যেতে পারে’! আতঙ্কে রয়েছেন ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালক

‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কের মাঝেই প্রকাশ্যে এসেছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’র (The Diary Of West Bengal) ট্রেলার। বঙ্গ তনয় সুদীপ্ত সেনের ছবি নিয়ে চর্চা বন্ধ হওয়ার আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে সনোজ মিশ্রা (Sanoj Mishra) পরিচালিত ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির ট্রেলার। আর তা দেখেই চটে গিয়েছেন দর্শকদের একাংশ।

সনোজ মিশ্রার এই ছবিতে দাবি করা হয়েছে, বাংলার এখনকার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ট্রেলারে আরও দাবি করা হয় যে, রাজ্যে এখন ধর্ষণ, গণহত্যা, হিন্দুদের ওপর অত্যাচারের মতো বিষয়গুলি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিস্ফোরক ট্রেলার প্রকাশ্যে আসা মাত্রই ছবির বিরুদ্ধে উঠেছে রাজ্যের সম্প্রীতি এবং ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ।

   

The Diary Of West Bengal, The Diary Of West Bengal trailer

ইতিমধ্যেই ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১১ মে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরিচালক সনোজ মিশ্রাকে আগামী ৩০ মে’র মধ্যে থানায় হাজিরে দিতে বলা হয়েছে।

তবে কলকাতা পুলিশ তলব করার পর থেকেই নাকি বেশ আতঙ্কে রয়েছেন ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালক। তিনি আশঙ্কা করছেন, কলকাতায় যদি তিনি আসেন তাহলে খুব হয়ে যেতে পারেন! সম্প্রতি পুলিশি তলব নিয়ে এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখও খোলেন তিনি।

The Diary Of West Bengal, The Diary Of West Bengal director, Sanoj Mishra

এই বিষয়ে কথা বলার সময় এক নামী সংবাদমাধ্যমের কাছে সনোজ বলেন, ‘আমি সন্ত্রাসবাদী না। কোনও অসাংবিধানিক কাজও আমি করিনি। সত্য ঘটনা অবলম্বন করে এই সিনেমা তৈরি করা হয়েছে’। সনোজ পরিচালিত এই ছবি এক কথায় ঝড় তুলেছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে ছবির ট্রেলার।

কলকাতা পুলিশের তরফ থেকে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালককে যে নোটিশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, তাঁর সিনেমায় যে তথ্য পরিবেশন করা হচ্ছে, সেই বিষয়ে পুলিশ জানতে পায়। এই প্রসঙ্গে পরিচালক বলেন, তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে। সনোজের কথায়, ‘ওঁরা আমায় ডেকে পাঠিয়েছে, আমায় খুনও করা হতে পারে’। পাশাপাশি সনোজ এও বলেছেন, তিনি দেশদ্রোহী না, বরং সমাজের জন্য কাজ করে থাকেন। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ বানিয়ে কোনও অন্যায় করেননি বলেই মত প্রকাশ করেন পরিচালক।

site