• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

থুতু দেননি তো! লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মাস্ক নামাতেই শাহরুখকে নিয়ে বিতর্ক শুরু, আসলে কি করছিলেন?

‘লাগ যা গালে কি ফির
এ হাসি রাত হো না হো
সায়েদ ফির ইস জানাম মে
মুলাকাত হো না হো’

নাহ এই জীবনে আর দেখা হবেনা সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সাথে৷ তবে আজীবন তার গান চোখ বুজে শুনলে বোঝার উপায় নেই যে তিনি আমাদের মধ্যে আর নেই। গতকাল অর্থাৎ ৬ ই ফেব্রুয়ারী সকালেই প্রয়াত হয়েছেন ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কাল থেকেই শোকস্তব্ধ গোটা দেশ। কাল লতাজীকে শেষ শ্রদ্ধা জানাতে শীবাজী পার্কে উপস্থিত হয়েছিলেন তাবড়-তাবড় সব ব্যক্তিত্বরা।

   

উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, নরেন্দ্র মোদির মতো হেভিওয়েট তারকারা। সকলের পরনেই সাদা পোশাক, ফুলে মোড়া লতাজীর নিথর দেহ। গায়ে জড়ানো ভারতের পতাকা৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে শাহরুখের লতাজী শ্রদ্ধা জানানোর সময়কার একটি ভিডিও নিয়ে।

লতা মঙ্গেশকর,অমিতাভ বচ্চন,শাহরুখ খান,Lata Mangeshkar,amitabh bachchan,funereal rituls,shahrukh khan,Shahrukh khan at lata Mangeshkar funeral

আমরা ছোটবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় মা ঠাকুমাদের দেখেছি, দাঁত দিয়ে হালকা করে কনিষ্ঠা কামড়ে দিতে অথবা গায়ে থুতু ছিটিয়ে দিতে। শাহরুখ কি লতাজীর মরদেহে এমনই কিছু করেছেন? এই প্রশ্নেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। আসলে শাহরুখকে দেখা যায় লতাজীর নিথর দেহ প্রদক্ষিণ করে একবার মাস্ক নামিয়ে মুখ নীচু করতে।

লতা মঙ্গেশকর,অমিতাভ বচ্চন,শাহরুখ খান,Lata Mangeshkar,amitabh bachchan,funereal rituls,shahrukh khan,Shahrukh khan at lata Mangeshkar funeral

আর তাতেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, থুতু দেননি তো শাহরুখ? নইলে মাস্ক নামিয়ে মুখ সরু করে যে মুখভঙ্গি তিনি করলেন তা কীসের ইঙ্গিত? দেশের একাংশ যখন শাহরুখের মুখভঙ্গি নিয়ে ‘রে রে’ করে উঠছেন ঠিক তখনই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার এক প্রতিরূপ খুঁজে পেয়েছেন নেটিজেনদের একাংশ। যেখানে শাহরুখ খান হাত পেতে ‘দুয়া’ চাইছেন, এবং তার ম্যানেজার পূজা নাগরাণী হাত জোর করে করছেন প্রণাম। এ যেন ‘বিবিধের মাঝে মিলন মহান’।

লতা মঙ্গেশকর,অমিতাভ বচ্চন,শাহরুখ খান,Lata Mangeshkar,amitabh bachchan,funereal rituls,shahrukh khan,Shahrukh khan at lata Mangeshkar funeral

এক বিজেপি নেতা অরুণ যাদবের প্রশ্ন থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। অনেকে টুইট করে প্রকাশ্যে অভিনেতাকে আক্রমণ করেছেন। কেউ জানতে চেয়েছেন, ‘লতার মরদেহের সামনে তোমার মাস্ক নামানোর কী দরকার ছিল?’ আবার কেউ সরাসরিই প্রশ্ন করেছেন, ‘কেন আপনি থুতু ছিটিয়ে অসম্মান করেছেন লতাকে?’

শাহরুখ এই আক্রমণের মুখে পড়ে রীতিমতো ভেঙে পড়েছেন। আসলে শাহরুখ নিজের ধর্মীয় রীতি মেনেই লতাজীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷ আসলে মুসলিম রীতি অনুযায়ী দুয়া চাওয়ার পর মরদেহকে ফুঁ দেওয়া হয় যাতে সমস্ত অশুভ শক্তি ধার না ঘেঁষতে পারে, সুপারস্টারও সেই কাজই করেছিলেন। কিন্তু আক্রমনের মুখে আহত শাহরুখের একটাই প্রশ্ন, ‘এই সময়ও এত ছোট করে ভাবা যায়?’