পৃথিবীর সবচেয়ে মিষ্টি ডাক বোধ হয় ‘মা’ ডাকটা। সন্তানের মুখে সেই ডাক শুনলে নিমেষে প্রাণ জুড়িয়ে যায় যেকারোরই। সন্তানের সাথে বাবা মায়ের এই বন্ধন যেন অটুট। আর কোনো কিছুর মূল্যেই এর বিকল্প খুঁজে পাওয়া যায়না। ‘মা’ হয়ে ওঠার মতো আনন্দ যেন আর কিছুতে নেই। এবার সন্তানের মুখ থেকে প্রথমবার সেই অমূল্য মা ডাকটি শুনলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল (Ankita Mazumder paul)।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘জড়োয়ার ঝুমকো’। সিরিয়ালের মুলচরিত্র ভুমিকন্যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। গতবছর লকডাউন চলাকালীন অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। আর সেই বছরই সেপ্টেম্বর মাসের ৭ তারিখ ফুটফুটে রাজকন্যার জন্ম দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা।
তার কোল আলো করে রেখেছে অভিনেত্রীর কন্যা সন্তান আরুণ্যা। লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন অভিনেত্রী আর সেখানেই মা হন তিনি। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানও গুয়াহাটিতেই সেরেছেন অভিনেত্রী। এবার কলকাতা ফেরার তোরজোর শুরু করেছেন অঙ্কিতা। মেয়ে একটু বড় হয়েছে তাই ধীরে ধীরে কাজে ফিরতে চান তিনি।
এতদিন মেয়ের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার মা’কে দারুণ উপহার দিল খুদে। এদিন প্রথম বার আরুণ্যার মুখে মা ডাক শুনলেন অঙ্কিতা। আর সেই ভিডিওই শেয়ার করে নিজের আনন্দের কথা জানিয়েছেন অভিনেত্রী। সব মেয়েই এই ডাক শোনার জন্য অপেক্ষা করে থাকে, আর অঙ্কিতাও তার ব্যতিক্রম নন।
সোশ্যাল মিডিয়ায় প্রথমবার মা ডাক শোনার ভিডিও শেয়ার করে অঙ্কিতা ক্যাপশনে লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখেন, ‘প্রত্যেক মা অপেক্ষা করেন, কখনও তাঁর ছোট্ট সন্তান প্রথম বার মা বলে ডাকবে। আরুণ্যা আমার অপেক্ষা পূরণ করেছে। আনন্দ দিয়েছে। মা, মা আর বাবা বলে ডাকতে শিখেছে। আমরা আশীর্বাদধন্য’।