শাহরুখ খান (Shah Rukh Khan) এবং থালাপতি বিজয় (Thalapathy Vijay) ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির দুই আইকনিক তারকা। বছরের পর বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছেন তাঁরা। শাহরুখ বলিউড (Bollywood) এবং বিজয় সাউথে কাজ করলেও, শোনা যাচ্ছে শীঘ্রই একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের। দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় আনার এই অসাধ্য সাধন করে দেখাবেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার।
‘পাঠান’এর সাফল্যের পর ‘কিং খান’ অনুরাগীরা ‘জওয়ান’এর (Jawan) জন্য অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে, অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সাউথ সুপারস্টার থালাপতি বিজয়কে। শাহরুখ-বিজয় অনুরাগীরা দু’জনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে দুই তারকার একটি ভিডিও (Video)।
সিনেপ্রেমী মানুষরা হয়তো জানেন, শাহরুখ এবং বিজয় একে অপরকে প্রচণ্ড সম্মান করেন। একাধিকবার সেকথা বলেছেন তাঁরা। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ‘কিং খান’কে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দক্ষিণী অভিনেতা।
ভাইরাল সেই ভিডিওটি একটি অ্যাওয়ার্ড ফাংশানের। সেখানে দেখা যাচ্ছে, ২০১২ সালের প্রিয় নায়ক হিসেবে থালাপতি বিজয়ের নাম ঘোষণা করছেন শাহরুখ। ‘থুপক্কি’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছিলেন দক্ষিণী অভিনেতা। অবশ্য শুধুমাত্র থালাপতি বিজয়ের নাম ঘোষণা করাই নয়, শাহরুখকে বিজয়ের জনপ্রিয় সংলাপ ‘আই অ্যাম ওয়েটিং’ বলতেও শোনা যায়।
বিজয় যখন পুরস্কার গ্রহণ করছিলেন সেই সময় মঞ্চে ছিলেন শাহরুখও। পুরস্কার পাওয়ার পরেই ‘কিং খান’এর তারিফ শুরু করেন ‘থুপক্কি’ অভিনেতা। ‘পাঠান’কে ‘বলিউডের বাদশা’ নামে সম্বোধন করেন তিনি। আর সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা।
“Badshah of Bollywood @iamsrk sir, I am happy about him joining in this function. His movies are very big inspiration for me. I am very happy about getting award from his hands Thank You So Much” : @actorvijay
Waiting For #ThalapathyVijay Cameo In #Jawan ? pic.twitter.com/dfqfZxBFy2
— Vasim Tamboli (@iamvasimt) February 28, 2023
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখ-বিজয়ের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সুপারস্টার হওয়া সত্ত্বেও তাঁরা যেভাবে একে অপরকে সম্মান করেছেন তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে। পাশাপাশি ‘জওয়ান’এ তাঁদের একসঙ্গে দেখার আগ্রহও বেড়ে গিয়েছে। শাহরুখ-বিজয়ের অনুরাগীদের কাছে ভাইরাল এই ভিডিওটি যে কোনও উপহারের চেয়ে কম নয়, তা বুঝে নিতে কোনও অসুবিধাই হয় না।