• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাত পাকে বাঁধা পড়ল ছোটপর্দার ‘দেওর-বৌদি’, বিয়ের শুভ কাজটা সেরে ফেললেন দীপশ্বেতা-কৌশিক

প্রতিবছর শীত পরলেই টলিপাড়ায় শুরু হয় প্রেমের মরশুম। এরপর এক জুটিরা সাত পাকে বাঁধা পড়েন। তবে বিগত দু বছর করোনা এর জেরে কিছুটা বিচ্ছিন্ন হয়েছে সেই যোগ। জাতীয় গতবছর ও এবছরে একাধিক তারকারাই নিজেদের সম্পর্ককে পরিণতি দিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন টলিপাড়ায় খুবই চেনা দুই মুখ। বিয়ে করলেন দীপশ্বেতা মৈত্র ও কৌশিক দাস (Deepsheta Maitra Koushik Das wedding)।

দীপশ্বেতা ও কৌশিক দুজনেই ছোটপর্দার তারকা, একই সিরিয়ালে অভিনয় করছেন তাঁরা। ‘আলোছায়া’ (Aalo Chaya) সিরিয়ালে বাবান ও রুচিরা নামে দেওর-বৌদি চরিত্রে অভিনয় করছেন দুজনে। আর পর্দার বৌদিকেই মন দিয়ে ফেলেছেন অভিনেতা। শুরু হয় দুজনের প্রেমকাহিনী, যেটা গতকাল অর্থাৎ বুধবার বিয়েতে পরিণতি পেয়েছে।

   

Deepsheta Maitra,Koushik Das,Deepsheta Maitra Koushik Das Wedding,দীপশ্বেতা মৈত্র,কৌশিক দাস. দীপশ্বেতা মৈত্র ও কৌশিক দাস বিয়ে,টলিপাড়ার বিয়ে

লাল রঙের বেনারসীতে বিয়ের সাজে সেজেছিলেন অভিনেত্রী দীপশ্বেতা। সাথে মাথায় লাল ওড়না আর ছিল গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে স্যান্ডো গেঞ্জি আর ধুতি  পিঁড়িতে বসতে দেখা গিয়েছে কৌশিককে। তবে এর আগে অবশ্য পাঞ্জাবি পরে দেখা গিয়েছে কৌশিককে দুজনের বিয়ের ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Deepsheta Maitra Koushik Das Wedding

টলিপাড়ার এই নবদম্পতিকে বিয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রিয় তারকার বিয়ে বলে কথা শুভেচ্ছা না জানালেই কি আর হয়। বিয়ের দিন সংবাদ মাধ্যমের তরফ থেকে কেমন লাগছে প্রশ্ন করা হলে দীপশ্বেতা জানান, সুপার ডুপার হ্যাপি। প্রত্যেকটা মেয়েই এই দিনটার জন্য অপেক্ষায় থাকে’। এরপর কৌশিক দাসকে জিজ্ঞাসা করা হয় দীপশ্বেতাকে বিয়ের সাজে কেমন লাগছে? যাঁর উত্তরে অভিনেতা জানিয়ে দেন, ‘ওকে দকেহে আমি জাস্ট ছিটকে গেছি, দারুন লাগছে’।

Deepsheta Maitra,Koushik Das,Deepsheta Maitra Koushik Das Wedding,দীপশ্বেতা মৈত্র,কৌশিক দাস. দীপশ্বেতা মৈত্র ও কৌশিক দাস বিয়ে,টলিপাড়ার বিয়ে

প্রসঙ্গত, বিয়ের পর সাধারণত হানিমুনের পোল্যান্সারে ফেলেন নবদম্পতির। তবে দীপশ্বেতা-কৌশিক এর আপাতত সেই প্ল্যান নেই। কারণ করোনা মহামারী এখনো সম্পূর্ণ ঠিক হয়নি। তবে দূরে কোথাও যেতে না পারলেও কাছাকাছি কোথাও একটু ছুটি কাটানোর ইচ্ছা রয়েছে দুজনেরই।

site