বাংলা টেলিভিশনের (Television) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya)। এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এই সিরিয়ালের সৌজন্যে দর্শকদের কাছে ‘দ্যুতি’ নামেই বেশি জনপ্রিয় এই টেলি অভিনেত্রী। সম্প্রতি সেই শ্রীমাই নিজের প্রেম জীবনের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। জানা গিয়েছে, স্টার জলসার এক নায়কের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।
শ্রীমা এমন একজন নায়িক যিনি অতীতেও বহুবার নিজের ব্যক্তিগত জীবনের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। ‘রাঙা বউ’ ধারাবাহিকের কুশ তথা অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন তিনি। নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই লুকোছাপা করেননি তাঁরা। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
এরপর বাংলার এক নামী ক্রিকেটারের সঙ্গে নাম জড়ায় ‘গাঁটছড়া’র দ্যুতির। কিন্তু আচমকাই শোনা যায়, সেই সম্পর্কও নাকি ভেঙেছে। তবে গত কয়েক মাস ধরে শোনা যায়, ফের নতুন প্রেম এসেছে শ্রীমার জীবনে। এবার স্টার জলসারই এক জনপ্রিয় ধারাবাহিকের নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
এখন নিশ্চয়ই ভাবছেন, কোন সিরিয়ালের নায়ককে নিজের মন দিয়েছেন শ্রীমা? তাহলে বলে রাখি, শোনা যাচ্ছে, ‘আয় তবে সহচরী’ খ্যাত ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের (Indranil Chatterjee) সঙ্গে প্রেম করছেন তিনি। আন্দামানে গিয়েও দু’জনে জমিয়ে ছবি তুলেছিলেন। একসঙ্গে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড না করলেও, নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে দু’জনে একসঙ্গে গিয়েছেন।
মাঝেমধ্যেই এখন একসঙ্গে রিল ভিডিও বানাতে দেখা যায় শ্রীমা-ইন্দ্রনীলকে। কয়েকদিন আগেই বাড়ির ছাদে একটি রোম্যান্টিক গানে পা মেলাতে দেখা গিয়েছে দু’জনকে। টেলি ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই এখন শ্রীমা-ইন্দ্রনীলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুই তারকা এখনও একে অপরকে ‘শুধু বন্ধু’ বলেই দাবি করে আসছেন।
View this post on Instagram
একবার এক সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে ইন্দ্রনীল বলেছিলেন, শ্রীমা তাঁর খুব ভালো বন্ধু। ভবিষ্যতে এই বন্ধুত্বের সম্পর্ক প্রেম অবধি গড়াবে কিনা তা এখনই বলতে নারাজ অভিনেতা। শ্রীমা-ইন্দ্রনীল মুখ ফুটে কিছু না বললেও তাঁরা যে প্রেম করছেন এই বিষয়ে নেটিজেনরা কিন্তু একেবারে নিশ্চিত। প্রসঙ্গত, শ্রীমা এই মুহূর্তে অভিনয় করছেন ‘গাঁটছড়া’য়। অপরদিকে ‘আয় তবে সহচরী’র পর ইন্দ্রনীল এখন ব্যস্ত ‘নায়িকা নম্বর ১’র কাজ নিয়ে।