• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই সিঁদুর নিয়ে ছেলেখেলা! বিতর্কের মাঝে অবশেষে মুখ খুললেন ‘ঝিলিক’ শ্রীতমা

Published on:

Television actress Sritama Bhattacharjee opens up on trolling after wearing sindoor on birthday

বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিশেষত, ‘মা’ ধারাবাহিকে তাঁর অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকদের মনে। সেই সিরিয়ালে অভিনয়ের পরেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পান শ্রীতমা। এবার এই অভিনেত্রীর বিরুদ্ধেই উঠল সিঁদুরকে (Sindoor) অপমান (Disrespect) করার অভিযোগ।

সম্প্রতি শ্রীতমার জন্মদিন (Birthday) গিয়েছে। সেই উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর সেগুলি দেখার পরেই শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের অভিযোগ, তিনি নাকি সিঁদুরের অপমান করেছেন। তবে মুখ বুজে সমস্ত অভিযোগ মেনে নেননি শ্রীতমা। আসল সত্যিটাও সকলের সামনে এনেছেন।

Sritama Bhattacharjee, Sritama Bhattacharjee birthday, Sritama Bhattacharjee sindoor controversy

শ্রীতমার শেয়ার করা জন্মদিন সেলিব্রেশনের ছবিতে দেখা গিয়েছে, হলুদ পোশাক পরে রয়েছেন তিনি। মাথায় রয়েছে মুকুট, হাতে একগুচ্ছ ফুল। গত ১০ মে জন্মদিন ছিল অভিনেত্রীর। তবে সবকিছুর মাঝেও নেটিজেনদের একাংশের নজর কেড়ে নেয় তাঁর মাথার সিঁদুর। এরপরই শুরু হয় বিতর্ক।

শ্রীতমা যে এখনও বিয়ে করেননি তা সকলেই জানেন। তাই তাঁর মাথায় সিঁদুর দেখেই চটে যান নেটিজেনদের একাংশ। কেউ বলছেন, ‘বিয়ে না করেই সিঁদুর পরছেন। ছিঃ! সিঁদুর নিয়েও ছেলেখেলা’। কারোর আবার প্রশ্ন, ‘আপনি কি চুপিচুপি বিয়ে করে নিলেন? জানি না তো!’। সম্প্রতি এই সিঁদুর-বিতর্ক নিয়ে এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন শ্রীতমা।

Sritama Bhattacharjee, Sritama Bhattacharjee birthday, Sritama Bhattacharjee sindoor controversy

‘সোহাগ জল’ অভিনেত্রী সাফ বলেন, ‘পরশুদিন রাত দেড়টা অবধি আমি শ্যুট করেছি। সেখান থেকে কাল সকালে আবার শ্যুটিং। জন্মদিন ছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি ছুটি দেওয়ার কথা বলেছিলাম। প্যাক আপ হওয়ার পর কোনও মতে বাড়ি চলে আসি। মেক আপ তোলার, চুল খোলারও সময় পাইনি। বাড়ির লোকেরা কেক নিয়ে তৈরি ছিলেন। বাড়ি ফিরেই কেক কাটতে বসে জাউ। সেই ছবিগুলিই আপলোড করেছি’।


শ্রীতমার সংযোজন, ‘আমি খুব সাধারণ মেয়ে। সাধারণভাবেই জীবনযাপন করি…। বিবাহিত মেয়েদের কাছে সিঁদুরের মূল্য কতখানি সেটা আমি জানি। আমি কেন সিঁদুর নিয়ে ছেলেখেলা করব? সত্যিই আমার মনে ছিল না। খেয়াল ছিল না বলেই আমি যেভাবে এসেছিলাম সেভাবেই ছবি দিয়ে দিয়েছিলাম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥