• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ভাবতে পারিনি NOC দিতে বলবে’! ‘মুকুট’ ছাড়ার পরেই বোমা ফাটালেন শ্রীপর্ণা

Published on:

Television actress Sriparna Roy reveals the reson of leaving Bengali serial Mukut

বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। বহু জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। এর মধ্যে বেশিরভাগ ধারাবাহিকেই নায়িকা হিসেবে দেখা মিলেছে তাঁর। ‘আঁচল’, ‘ওম নমঃ শিবায়’ হয়ে ‘কড়িখেলা’- একাধিক সুপারহিট ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কয়েকদিন আগে অবধি জি বাংলার ‘মুকুট’ (Mukut) সিরিয়ালে অভিনয় করছিলেন শ্রীপর্ণা।

শ্রাবণী ভুঁইয়া এবং অর্ঘ্য মিত্র অভিনীত এই সিরিয়াল শুরু হয়েছে গত মার্চ মাস থেকে। তিন মাস হয়ে গেলেও টিআরপি তালিকায় তেমন একটা কামাল দেখাতে পারেনি এই ধারাবাহিক। তবে শ্রীপর্ণা অভিনীত ‘দোল’ চরিত্রটি বেশ ভালোলেগেছিল দর্শকদের। কিন্তু কয়েকদিন কাজ করার পরেই ব্লুজ প্রোডাকশন হাউসের এই সিরিয়াল ছেড়ে দেন তিনি।

Sriparna Roy, Mukut serial Dol, Sriparna Roy on leaving Mukut

শ্রীপর্ণার সিরিয়াল ছাড়ার কারণ হিসেবে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ দাবি করছিলেন, স্টার জলসার সিরিয়ালে ফিরতে চলেছেন তিনি। কারোর আবার মত ছিল, শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘কড়িখেলা’র পারমিতা। সেই জন্যই কাজ থেকে বিরতি নিচ্ছেন। হাজার গুঞ্জনের মাঝে অবশেষে অভিনেত্রী নিজেই ধারাবাহিক ছাড়ার কারণ খোলসা করলেন।

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় শ্রীপর্ণা বলেন, ব্লুজের মতো একটা প্রযোজনা সংস্থা তাঁর কাছে স্বর্গের মতো। এই প্রোডাকশন হাউসের হাত ধরেই টেলি দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাই যা শোনা যাচ্ছে, সবটাই রটনা। বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি যে মানুষটাকে বিয়ে করবো, সে আমার বন্ধু, জীবনসঙ্গী হবে। সে কেন আমায় আটকাতে যাবে? এটা কোনও কারণই নয়’।

Sriparna Roy, Mukut serial Dol, Sriparna Roy on leaving Mukut

এরপর আসল কারণ খোলসা করে শ্রীপর্ণা বলেন, ‘ব্লুজ আমায় এনওসি দিতে বলেছে। প্রযোজনা সংস্থার সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি। তবে টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না বলে সিরিয়াল থেকে সরে এসেছি’। অভিনেত্রীর সংযোজন, ‘আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আমায় কোনও কলটাইম দেওয়া হয়নি। আমি ভাবতে পারিনি আমায় এনওসি দিতে বলা হবে, আবার ওনারাও ভাবতে পারেনি আমি এনওসি দিয়ে দেব। বিষয়টা যে এই জায়গায় এসে পৌঁছবে সেটাই বুঝতে পারিনি’।

এতকিছুর পরেও যদি আবার ‘দোল’ চরিত্রে ফিরে যেতে বলা হয়, শ্রীপর্ণা কি যাবেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি এই চরিত্রটায় অভিনয় করা ছেড়ে দিয়েছি এটা এখনও ভাবতে পারছি না। মনে হচ্ছে, এখনও করছি বা করবো। ফিরে যেতে কী বলবে, ওনারা এখনও চায় আমি দোল চরিত্রে অভিনয় করি। ওনারা কেউ চায় না আমি ছেড়ে দিই। তবে বললাম না, কিছু কিছু জায়গায় জিনিসটা আটকাচ্ছে। সেগুলো ঠিক না হলে সম্ভব হচ্ছে না। তবে দোল থাকুক না থাকুক ‘মুকুট’ কিন্তু ঠিক চলবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥