টলিপাড়ায় বেজেই চলেছে বিয়ের সানাই। সন্দীপ্তা, রুশার পর এবার বিয়ে (Marriage) করছেন জনপ্রিয় টলি অভিনেত্রী (Tolly Actrees) রূপসা চ্যাটার্জী (Rupsa Chatterjee)। সায়নদীপ সরকারের (Sayandeep Sarkar) সাথে রূপসার প্রেম এখন ওপেন সিক্রেট। গত বছরের শোনা গিয়েছিল মাত্র দেড় মাসের সম্পর্ককেই পরিণতি দিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন এই লাভ বার্ডস। কিন্তু তখন তা না হলেই এবার সত্যিই আর শুভ কাজে দেরি করতে চান না রূপসা সায়নদীপ।
সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায় একে অপরকে সারাক্ষণই যেন চোখে হারাচ্ছেন এই জুটি। জানা গিয়েছে গত বছরেই এক বন্ধুর বাড়িতে গিয়ে সায়নদীপের সাথে আলাপ হয়েছিল রূপসার। সেখান থেকেই তাদের বন্ধুত্ব গড়ায় প্রেমে। যা পরিণতি পেতে চলেছে আগামী ১৪ ফ্রেব্রুয়ারি। ভালোবাসা দিবসের দিনেই পরিণতি পাবে তাদের সম্পর্ক।
যদিও এদিন তাদের রেজিস্ট্রি করে আইনি বিয়ে হবে। আর সামনের বছর অর্থাৎ ২০২৪ সালেই ধুমধাম করে সামাজিক নিয়মে রাজকীয় বিয়ে সারবেন তাঁরা। সেই দিনক্ষণ যদিও ঠিক হয়নি এখনও। তবে ভ্যালেন্টাইন্স ডেতে আইনি বিয়ে সারার বিষয়টিকে রূপসা নাম দিয়েছেন মিনি বিয়ে। সেই বিয়ের আগে যেমন প্রস্তুতি চলছে জোরকদমে তেমনই আইবুড়োভাতও খাওয়া শুরু করে দিয়েছেন অভিনেত্রী।
সদ্য জনপ্রিয় টেলি অভিনেতা উজ্বলের বাড়িতে জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন রূপসা সায়নদীপ দুজনেই। প্রসঙ্গত সায়নদীপের সাথে কিন্তু বিনোদন জগতের কোনো সম্পর্ক নেই। তিনি আদতে কর্পোরেট জগতের মানুষ। বিয়ের আগে থেকেই একে অপরের কাটানো সমস্ত মুহূর্তই চুটিয়ে উপভোগ করছেন এই জুটি। তাই কখনও একসাথে ঘুরতে যাচ্ছেন পাহাড়ে আবার কখনও বেরিয়ে পড়ছেন একসাথে সিনেমা দেখতে।
প্রসঙ্গত বাংলা সিরিয়ালের পাশাপাশি রূপসা ইদানিং ওয়েব সিরিজের জগতেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।এমনিতে বাংলা সিরিয়ালের পরিচিত মুখ রূপসা ইতিমধ্যেই অভিনয় করেছেন ‘রাধা’,’কে আপন কে পর’ এর মতো জনপ্রিয় সিরিয়ালে। এছাড়া তাকে দেখা গিয়েছিল ফেলনা সিরিয়ালে। পাশাপাশি ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন ‘রুদ্রবীণার অভিশাপ’ এবং ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’র মতো ওয়েব সিরিজে।