• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’প্রেমীদের মন ভেঙে সিরিয়াল ছাড়লেন সৌমিতৃষা, এন্ট্রি নিলেন এই নতুন অভিনেত্রী!

Published on:

Television actress Mouli Dutta is coming to Mithai with a new story plot

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এখন বহু সিরিয়াল যেখানে দু-তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়, সেখানে এই ধারাবাহিক গত আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করছে। এত দিন পেরিয়ে গেলেও দর্শকদের মনে মিঠাইয়ের জন্য ভালোবাসা কিন্তু একটুও কমেনি। তবে এবার আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে সিরিয়াল।

‘মিঠাই’ শেষের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার পাকা খবর এসে গিয়েছে। শীঘ্রই পথচলা শেষ হবে মিঠাই এবং উচ্ছেবাবুর। তবে সিরিয়াল শেষের আগেই বড় ধাক্কা পেলেন মিঠাইপ্রেমীরা। কারণ সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন দর্শকদের প্রিয় মিঠাইরানী তথা অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

Mithai, Mithai serial Mithai sad, Soumitrisha Kundu

সম্প্রতি সৌমিতৃষা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তিনি প্রচণ্ড অসুস্থ। আগেই শোনা গিয়েছিল, পিঠের ব্যথায় বেশ কষ্ট পাচ্ছেন অভিনেত্রী। তবে এবার জানা গেল, সিরিয়ালের নতুন সেটে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে সৌমিতৃষা পিঠের ব্যথা আরও বেড়েছে। সেই জন্য তাঁকে সিরিয়াল থেকে লম্বা ছুটি নিতে হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। সেই জন্যই কয়েকদিন সিরিয়ালেও দেখা যাবে না তাঁকে।

এই খবর শোনার পরেই মিঠাইপ্রেমীদের বেশ মন খারাপ হয়ে গিয়েছিল। তবে এবার আবার নতুন চমক নিয়ে এলেন নির্মাতারা। শেষ লগ্নে এসে সিরিয়ালে এন্ট্রি হচ্ছে জনপ্রিয় এক টেলি নায়িকার। শীঘ্রই ধারাবাহিকে ‘প্রজ্ঞা’ নামের একটি চরিত্রের ট্র্যাক শুরু হবে। সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী মৌলি দত্তকে (Mouli Dutta)।

Mouli Dutta, Mouli Dutta Mithai, Mithai serial Progga

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এই খবর জানিয়েছেন মৌলি। যদিও তাঁকে ইতিবাচক না নেতিবাচক চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এর আগে মৌলিকে ‘আলতা ফড়িং’ এবং ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দেখেছেন দর্শকরা।

 

View this post on Instagram

 

A post shared by Mouli Dutta ? (@mouli9954)


কয়েকদিন আগেই রোহিণী নামের একটি চরিত্রের মাধ্যমে সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী আয়েন্দ্রী পাল। এবার প্রজ্ঞা চরিত্রে আসছেন মৌলি। ধারাবাহিকে এখন নিপার ট্র্যাকে ফোকাস করা হয়েছে। নিজের অজান্তেই একটি খুনের মামলার সঙ্গে জড়িয়ে পড়েছে সে। অপরদিকে রুদ্রর সঙ্গেও তাঁর সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকছে। নিপার ট্র্যাকেই প্রজ্ঞা চরিত্রটির এন্ট্রি হবে কিনা তা নিয়েই এখন জল্পনা কল্পনা চলছে দর্শকমহলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥