• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই, খড়ি সবাই ফেল! সব্বাইকে টেক্কা দিয়ে মুম্বাইতে পাড়ি দিলেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা

বলিউড হোক কিম্বা সাউথ সমস্ত ইন্ডাস্ট্রিতেই বাংলার গণ্ডি ছাড়িয়ে এখন বেশ জনপ্রিয় বাঙালি অভিনেতা-অভিনেত্রীরা (Bengali Actress)। সবমিলিয়ে অন্যান্য ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন বাঙালি তারকারা। আর এই ভাবেই রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরেও বাংলার মুখ উজ্জ্বল করে চলেছেন বাংলার সমস্ত কলা কুশলীরা। প্রসঙ্গত বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ এমন অনেক অভিনেতা অভিনেত্রীকেই ইতিপূর্বে দেখা গিয়েছে হিন্দি সিরিয়ালে (Hindi Serial)।

এবার এই তালিকায় নতুন সংযোজন টলি পাড়ার মিষ্টি অভিনেত্রী আদ্রিজা রায় (Adrit Roy)। সদ্য শেষ হয়েছে আদ্রিজা অভিনীত কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মৌয়ের বাড়ি’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও কিছুদিন আগেই আদ্রিজাকে দেখা গিয়েছে স্টার জলসার ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকে কন্যাবতী চরিত্রে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,আদৃজা রায়,Adrija Roy,হিন্দি সিরিয়াল,Hindi Serial,অভিষেক,Debut

যদিও টিআরপির অভাবে টেলিভিশনের পর্দায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। এছাড়াও দীর্ঘদিনের অভিনয় জীবনে আদ্রিজার অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘সন্ন্যাসী রাজা’,’বেদেনী মলুয়ার কথা’, ‘মঙ্গলচন্ডী’-র মত একাধিক জনপ্রিয় সব মেগা সিরিয়াল। তবে একথা ঠিক আজ পর্যন্ত বেশিরভাগ সিরিয়ালেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আদ্রিজাকে।

এছাড়াও ইতিমধ্যেই তিনি পা রেখেছেন বড় পর্দাতেও। টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত জনপ্রিয় বাংলা সিনেমা ‘পরিনীতা’-তে দেখা গিয়েছিল তাঁকে । এবার অভিনেত্রীর মুকুটে জুড়ছে আরও একটি নতুন পালক। জানা যাচ্ছে বাংলা ছাড়িয়ে আরব সাগর পাড়ে মায়ানগরীতে পাড়ি জমাতে চলেছেন টলিপাড়ার এই মিষ্টি অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,আদৃজা রায়,Adrija Roy,হিন্দি সিরিয়াল,Hindi Serial,অভিষেক,Debut

ইতিমধ্যে মুম্বাই থেকে একটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব এসেছে তার কাছে। তবে আসন্ন ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে থাকবেন নাকি পার্শ্বর চরিত্রে সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি কিছুই। প্রসঙ্গত কিছুদিন আগেই গিয়েছে আদৃজার জন্মদিন। দেখতে দেখতে ২৩-এ পা দিয়েছেন অভিনেত্রী। তাই নিজের জন্মদিন সেলিব্রেট করতে অভিনেত্রী পাড়ি দিয়েছিলেন আরবে। সেখানে গিয়ে আদৃজা ইতিমধ্যেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

site