টেলিভিশন জগতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগবস সিজেন ১৫’ (Bigboss Season 15) এর বিজেতা তেজস্বী প্রকাশ (Tejaswi Prakash)। বিজয়ী হবার পর থেকেই শিরোনামে রয়েছেন অভিনেত্রী। বিগবসের ট্রফি, ৪০ লক্ষ টাকার পাশাপাশি পেয়ে গিয়েছেন কালার্সের ‘নাগিন’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ। সম্প্রতি শুরু হয়েছে ‘নাগিন সিজেন ৬’ (Naagin Season 6) যেখানে নাগিনের চরিত্রে দেখা যাবে তেজস্বী প্রকাশকে। সিরিয়ালে অভিনয়ের জেরেই এখন লাখ টাকা রোজগার অভিনেত্রীর।
আসলে গতবছরেই বিগবস বিজয়ী একটা কাপুর জানিয়েছিলেন নাগিন আবারও ফিরবে। আর বিগবস ১৫ এর গ্রান্ড ফিনালের দিনেই তেজস্বীকে নাগিন করার ঘোষণা করেন তিনি। সম্প্রতি সিরিয়ালের নতুন একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ‘সর্বশ্রেষ্ঠ নাগিন’ চরিত্রে দেখা মিলেছে তেজস্বী প্রকাশের। সোনালী পোশাকে নাগিনের চরিত্রে তেজস্বীর অভিনয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশংসা।
জানা যাচ্ছে নতুন সিজেনে তেজস্বী ছাড়াও একাধিক তারকা থাকছেন। সিম্বা নাগপাল, আদা খান, মেহেক চাহাল, রবি গুপ্ত এদের মত তারকাদেরকেও দেখা যাবে সিরিয়ালে। তবে সিরিয়ালের অভিনয়ের জন্য যে টাকা পারিশ্রমিক পাচ্ছেন তেজস্বী তা শিরোনাম হয়ে গিয়েছে। প্রতি পর্বের জন্য সমস্ত সহ অভিনেতা অভিনেত্রীদের তুলনায় অনেক বেশি টাকা পাবেন অভিনেত্রী।
যেমনটা জানা যাচ্ছে, প্রতি পর্বে ২ লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন তেজস্বী প্রকাশ। অন্যদিকে সিম্বা ও মেহেক পাবেন এক লক্ষ ও আদা পাবেন সত্তর হাজার। তাহলে বুঝতেই পারছেন এক একটি পর্বে অভিনয় করেই লাখটাকা পেতে চলেছেন অভিনেত্রী। এটা নাগিন চরিত্রে অভিনয়ের জন্য রেকর্ড পরিমান পারিশ্রমিক।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০১৫ সালে শুরু হয়েছিল নাগিন। সেই সময় নাগিনের চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। সাথে ছিলেন অর্জুন বিজলানি ও সুধা চন্দ্রানের মত তারকারা। দেখতে দেখতে ৫টা সিজেন পেরিয়ে এবার ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিজেন ৬। কালার্সে প্রতি শনি ও রবিবার সন্ধ্যে ৮টা থেকে হবে সম্প্রচার।