• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিগবসের জুটি বাস্তবে বাঁধছে ঘর! বাবা মাকে সাথে করে নিয়ে গিয়েই তেজস্বীর সাথে বাগদান সারলেন করণ

গতবছর অক্টোবরে শুরু হয়েছিল রিয়েলিটি শো ‘বিগবস ১৫’। এই শোয়ের দুই প্রতিযোগী করণ কুন্দ্রা (Karan Kundra), এবং তেজস্বী প্রকাশ (Tejaswi prakas) বিগবসের ঘরে থাকাকালীনই একে অপরের প্রেমে পড়েন৷ তাদের লাভ বার্ডও বলা হত। দুই জনপ্রিয় টেলিভিশন অভিনেতাকে বেশ কয়েকবার বিছানায় একে অপরের সাথে ঘনিষ্ঠ মুহুর্তে দেখা গেছে। তাদের এই লভ স্টোরি তখন থেকেই বেশ জনপ্রিয়।

বিগবসের ঘর থেকে বেরিয়েও আজও তাদের জুটি অটুট রয়েছে। বিগবসে এই সিজনে বিজয়ী হয়েছেন তেজস্বী প্রকাশ। ছোটপর্দার এই জনপ্রিয়, সুন্দরী অভিনেত্রীর হাতে বিজয়ীর ট্রফি তুলে দিয়েছিলেন বলিউডের ভাইজান তথা বিগবসের সঞ্চালক সালমান খান। অবশ্য শুধুমাত্র বিগ বসের ট্রফি নয় সেইসাথে ৪০ লক্ষ টাকার নগদ পুরস্কারও জিতেছিলেন তেজস্বী।

   

করণ কুন্দ্রা,তেজস্বী প্রকাশ,বাগদান,Karan kundra,Tejaswi prakash,engagement

বিগবসের শেষ ধাপ পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত শো থেকে ছিটকে যান অপর দুই প্রতিযোগী করণ কুন্দ্রা এবং প্রতীক সহজপাল। উল্লেখ্য এবছর বিগ বস সিজন ১৫-এর ফার্স্ট রানার আপ হন প্রতীক সহজপাল। অন্যদিকে, তৃতীয় স্থান দখল করেন করণ কুন্দ্রা।

করণ কুন্দ্রা,তেজস্বী প্রকাশ,বাগদান,Karan kundra,Tejaswi prakash,engagement

কিন্তু বিগবসের বিজয়ীরই মন জিতে নিয়েছিলেন করণ। এবার এই জনপ্রিয় জুটি বাস্তবেও বাঁধতে চলেছেন গাঁটছড়া। তবে তার আগে প্রাক বিবাহ নানান রীতিনীতি আগে ভাগেই সেরে রাখতে চান তারা। সম্প্রতি বাবা-মাকে সঙ্গে নিয়ে তেজস্বীর বাড়িতে হাজির হয়েছিলেন করণ কুন্দ্রা। সেখানেই দুই বাড়ির পরিবারের সঙ্গে ফ্রেমবন্দী হন করণ কুন্দ্রা। তেজস্বীকে যদিও দেখা যায়নি। পাপারাজ্জিদের অনুমান তেজস্বী করণের বাগদান সারা হয়েই গেছে, খুব শিগগিরই এক হবে চার হাত।