দীর্ঘ চার মাসের যাত্রা শেষে বিগ বস সিজন ১৫ (Bigboss 15)-এর খেতাব জিতলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। এদিন ছোটপর্দার এই জনপ্রিয়, সুন্দরী অভিনেত্রীর হাতে বিজয়ীর ট্রফি তুলে দিলেন বলিউডের ভাইজান তথা বিগবসের সঞ্চালক সালমান খান। অবশ্য শুধুমাত্র বিগ বসের ট্রফি নয় সেইসাথে ৪০ লক্ষ টাকার নগদ পুরস্কারও জিতেছেন তেজস্বী।
এদিন বিগবসের শেষ ধাপ পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত শো থেকে ছিটকে যান অপর দুই প্রতিযোগী করণ কুন্দ্রা এবং প্রতীক সহজপাল। উল্লেখ্য এবছর বিগ বস সিজন ১৫-এর ফার্স্ট রানার আপ হন প্রতীক সহজপাল। অন্যদিকে, তৃতীয় স্থান দখল করেন করণ কুন্দ্রা। আর চতুর্থ স্থানে ছিলেন নিশান্ত ভাট। এদিন শো থেকে এলিমিনেট হওয়ার পর নগদ ১০ লক্ষ টাকা পান তিনি।
প্রসঙ্গত বিগ বস ১৫-এর বিজয়ী হওয়ার পর থেকে এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তেজস্বী প্রকাশ। বিগত কয়েক দিনে উঠে এসেছে তেজস্বী সম্পর্কিত নানান অজানা তথ্য। জানা গেছে তেজস্বী প্রকাশের পুরো নাম তেজস্বী প্রকাশ ভাইঙ্গঙ্কর। বর্তমানে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী তিনি ১৯৯৩ সালের ১০ জুন সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম প্রকাশ ভাইঙ্গাঙ্কর এবং ভাইয়ের নাম প্রতীক ভাইঙ্গঙ্কর।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর তেজস্বী ইঞ্জিনিয়ারিং পড়েছেন এবং তিনি আগে একজন ইন্জিনিয়ার ছিলেন।২০১২ সালে তিনি একজন মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তার পরের বছরই অর্থাৎ ২০১৩ সালে ‘সংস্কার: ধরোহর স্বপ্ন কি’ সিরিয়ালে ছোট পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। পরবর্তীতে ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়ালে ৯ বছরের একটি ছেলের সাথে রোমান্স করেছিলেন অভিনেত্রী।
সিরিয়ালে ফুলশয্যাও হয়েছিল তাদের। সিরিয়ালে একজন তেজস্বী ১৮ বছরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেসময় এই সিরিয়াল নিয়ে ব্যপক বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী। যার জেরে সিরিয়ালের সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল।তাই একসময় অভিনেত্রী জানিয়েছিলেন এটি সিরিয়াল মাত্র। তাই কারও যদি পছন্দ না হয় সিরিয়াল দেখবেন না।