• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ দিনে পাবেন হলুদ ছোপ ছাড়া ঝলমলে হাসি! রইল পুজোর আগে দাঁত পরিষ্কারের সেরা উপায়

Updated on:

Oil,Oil pulling,Sesame oil,Ghee,Olive oil,Sunflower oil,Coconut oil,Lifestyle,Lifestyle news,Teeth care,Tooth care,Teeth care tips,তেল,অয়েল পুলিং,ঘি,সূর্যমুখীর তেল,নারকেল তেল,তিলের তেল,অলিভ অয়েল,দাঁতের যত্ন,দাঁতের যত্নের টিপস,লাইফস্টাইল,লাইফস্টাইল সংবাদ,Bangla khobor,বাংলা খবর

মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ- পুজোর আগে সবকিছুরই একটু যত্ন নেওয়া প্রয়োজন। তবে এসবের মাঝে অনেক সময় দাঁতের যত্ন (Teeth Care) নিতে ভুলে যাই আমরা। মুখের দুর্গন্ধ কিংবা দাঁতের হলুদ ছোপ- এক নিমেষে মানুষের ইমেজ নষ্ট করে দিতে পারে। আজকের প্রতিবেদনে তাই তেল দিয়ে কুলকুচি করে মুখের দুর্গন্ধ ও দাঁতের হলুদ ছোপ দূর করার একটি পদ্ধতি তুলে ধরা হল। বিদেশে এটি জনপ্রিয় ‘অয়েল পুলিং’ (Oil Pulling) নামে।

নারকেল তেল (Coconut Oil)- চুল, ত্বক থেকে শুরু করে দাঁত, নারকেল তেল কাজে আসে সব কিছুর যত্নে। এর মধ্যে থাকে লরিক অ্যাসিড, যা মুখের ভেতরে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে দেয় না। যে কারণে একদিকে যেমন মুখের দুর্গন্ধ হয় না, তেমনই দাঁতের স্বাস্থ্যও ভালো থাকে।

Coconut oil, Home remedies for nail growth

তিলের তেল (Sesame Oil)- ভিটামিন ই, লিনোলেইক অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগে সমৃদ্ধ তিলের তেল মাখলেও মাড়ির বেশ কিছু সমস্যা দূর হয়। আপনার মাড়ি যদি সেনসিটিভ হয়ে পড়ে তাহলে তিলের তেল সেটি নিরাময় করতে সাহায্য করে।

আরও পড়ুনঃ তুলোর মত তুলতুলে নরম ত্বক পেতে চান? রইল পার্লার ছাড়া বাড়িতেই রূপচর্চার ব্রহ্মাস্ত্র

Sesame oil, Oil pulling for teeth, Teeth care tips

আরও পড়ুনঃ পুজোর আগেই উঠছে মুঠো মুঠো চুল? সব সমস্যার সমাধানে ম্যাজিকের মত কাজ করবে অ্যালোভেরা

অলিভ অয়েল (Olive Oil)- অনেক মানুষ আছেন যারা অলিভ অয়েলে রান্না করা খাবার ছাড়া খান না। তবে খুব কম মানুষই জানেন, এই তেল দিয়েও অয়েল পুলিং করা যায়। অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনলে সমৃদ্ধ এই তেল প্রদাহ নাশ করতে হেল্প করে।

Olive oil, How to grow nails faster and stronger

সূর্যমুখীর তেল (Sunflower Oil)- দাঁতের যত্নে সূর্যমুখীর তেল ব্যবহার করা খুব একটা প্রচলিত নয়। তবে এই তেলে রয়েছে ভিটামিন ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা কিনা দাঁত এবং মাড়ির সমস্যা দূর করতে কাজে আসে।

Sunflower oil, Oil pulling for teeth, Teeth care tips

ঘি (Ghee)- শুধু রান্নার কাজে নয়, দাঁত এবং মাড়ির যত্নেও প্রচণ্ড কাজে আসে ঘি। অয়েল পুলিংয়ে বহু সময় ধরে এই উপাদান ব্যবহৃত হয়ে আসছে।

Ghee, Oil pulling for teeth, Teeth care tips

অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানে সমৃদ্ধ ঘি মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ক্ষয়ে যাওয়া দাঁত এবং মাড়ির খেয়াল রাখতেও সাহায্য করে এটি। পাশাপাশি দাঁতের হলুদ ছোপও দূর করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥