একটা সময় ছিল যখন অভিনেতার রাহুল অরুণোদয় ব্যানার্জির (Rahul Arunodoy Banerjee) সাথে বারবার উঠে আসতো একটাই নাম।তিনি হলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল (Mega Serial) ‘তুমি আসবে বলে’তে একসাথে অভিনয় করতে গিয়েই বন্ধুত্ব হয়েছিল তাঁদের। সেই থেকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে একসাথে ঘুরতেও যেতে দেখা যেত তাদের।
কিন্তু হঠাৎ করেই পাল্টে যায় ছবিটা। রাহুলের জীবনে আসেন তাঁর নতুন বান্ধবী। তিনি হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রুকমা রায় (Rooqma Roy)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’ করতে গিয়েই পরিচয় হয় তাঁদের। এই ধারাবাহীকে রাহুল রুকমার জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। ধারাবাহিকে তাদের নাম হয়েছিল রাজা মাম্পি।
তাই দেশের মাটির শেষ হওয়ার পরে কিছুটা হলেও মন খারাপ হয়েছিল ভক্তদের। তবে তারপরেই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’ (Lalkuthi)-র হাত ধরেই ফের একবার টেলিভিশনের পর্দায় বিক্রম অনামিকা হয়ে ফিরে আসেন তারা। এই ধারাবাহিকের প্রথমদিকে রাহুল-রুকমা জুটির ম্যাজিক সেভাবে কাজে না দিলেও টিভির পর্দায় তাদের একসাথে দেখতে কিন্তু আজও ভীষণ ভালোবাসেন তাদের অনুরাগীরা।
প্রসঙ্গত আজ পর্দার বিক্রম অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর জন্মদিন (Birthaday)। তাই আগে থেকেই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গতকাল রাতেই দারুন প্ল্যান করেছিলেন লালকুঠি সিরিয়ালের গোটা টিম। জানা যায় চুপি চুপি রাহুলকে না জানিয়েই তারা প্ল্যান করেছিলেন শহরের দক্ষিণী খাবারের নামজাদা রেস্তোরাঁয় গিয়ে অভিনেতার জন্মদিন পালন করবেন বলে। তদারকির দায়িত্বে ছিলেন পর্দার অনামিকা তথা অভিনেত্রী রুকমা রায়।
কেক কাটা. হই হুল্লোড় করে সেলিব্রেশন-এর পাশাপাশি চলল উপহার দেওয়া নেওয়া। জানা গিয়েছে এদিন রুকমা রাহুলকে উপহার হিসেবে দিয়েছেন গল্পের বই। তবে জন্মদিনের সেলিব্রেশন সম্পর্কে রাহুল কিন্তু আগেই আঁচ পেয়েছিলেন। তবে সবাই যেহেতু সারপ্রাইজ প্লান করেছেন তাই আগেভাগে তিনিও কাউকে কিছুই বুঝতে দেননি।
অভিনেতার কথায় তাদের টিমের মধ্যে দারুন একটা বন্ডিং। তাই তিনি চাননি তাদের আগে থেকে সবটা জানিয়ে তাদের সারপ্রাইজের প্ল্যান মাটি করে দিতে। এদিন সোশ্যাল মিডিয়ায় মাঝরাতে জন্মদিন সেলিব্রেশানের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। যার প্রথমেই জ্বলজ্বল করছে রুকমাকে জড়িয়ে ধরে তাকে চুমু খাওয়ার ছবি। কিন্তু এসবের মধ্যেই কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে এতদিন যে সন্দীপ্তা ছিলেন রাহুলের সবচেয়ে কাছের বন্ধু আজকাল তার সাথে কি যোগাযোগই নেই অভিনেতার ? তাহলে কি দুজনের জীবনেই নতুন মানুষ আসায় চিড় ধরেছে পুরোনো বন্ধুত্ত্বে !