আজকাল অনেকেই বাড়িতে টিভি দেখার জন্য ডিটিএইচ সার্ভিস ব্যবহার করেন। বর্তমানে অনেক ধরণের DTH সার্ভিস উপলব্ধ রয়েছে। তবে ডিটুএইচ সার্ভিস প্রোভাইডার সংস্থা টাটা স্কাই (Tata Sky) এদের মধ্যে বেশ জনপ্রিয়। আর এবার টাটা স্কাই নিয়ে এল এক দুর্দান্ত অফার। এই অফারে ডিটিএইচ রিচার্জ করলেই পেতে পারেন ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুধু তাই নয় জিতে নিতে পারেন একটি নতুন Tata Tiago XE গাড়ি। কি ভাবছেন? গুজব! না টাটা স্কাই তাদের অফিসিয়াল টুইটার পেজে এই অফার সন্মন্ধে জানিয়েছে।
Don't miss out on this golden opportunity to bring home a brand-new Tata Tiago XE. All you have to do is recharge with Rs. 500 or more and answer a simple question. Offer valid till 6th Feb only. Don't wait, recharge now! T&C Apply@TataMotors #RechargeKaroCarJeeto #RechargeNow pic.twitter.com/Z7vsJpj2ri
— Tata Play (@TataPlayin) January 19, 2021
Tata Sky টুইটে জানিয়েছে যে এই অফারটির সুবিধা পেতে হলে গ্রাহককে রেফার অ্যান্ড আর্ন পোগ্রামে যোগ দিতে হবে। অফারটিকে সকলের সাথে শেয়ার করতে হবে। আর তাহলেই আপনি এই অফারটির সুযোগ নিতে পারেন। এরফলে যারা নতুন করে টাটা স্কাই এর সাথে যুক্ত হবে তারাও কিছু ডিসকাউন্ট কুপন পাবেন। এবার আসা যাক মূল অফারের কথায়। পোস্টটি শেয়ার করার পর আপনাকে শুধু মাত্র ৫০০ টাকা বা তার চেয়ে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে। সাথে একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আপনিও জিতে নিতে পারেন একটি নতুন Tata Tiago XE গাড়ি।
এই অফারটির ভ্যালিডিটি রয়েছে আগামী ৬ই ৬ই ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এই অফারটি পাবার জন্য Tata Sky Refer & Earn পোগ্রামে যুক্ত হতে হবে।
- প্রথমে Tata Sky ইউজারকে Tata Sky Refer & Earn পেজে যেতে হবে।
- সেখানে নাম মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়েরেজিস্টের করতে হবে।
- এরপর যাকে ইনভাইট করবেন তার কিছু পার্সোনাল ডিটেলস লাগবে।
- এরপরই শেয়ার করার জন্য লিংক পেয়ে যাবেন যেটা শেয়ার করে আকর্ষণীয় ক্যাশব্যাক পেতে পারেন।