• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেডিমেড কার্টুনিস্ট ! অন্যের গর্ভে সন্তান নেওয়া প্রিয়াঙ্কা চোপড়াকে নাম না নিয়ে বিঁধলেন তসলিমা নাসরিন

লেখিকা তসলিমা নাসরিন তার বক্তব্যের কারণে প্রায়ই শিরোনামে থাকেন। এবার ফের আলোচনায় উঠে এল তার নাম, শুধু তাই নয় তিনি মাঝেমাঝে এমন এমন কাজ করেন যে সোশ্যাল মিডিয়ায় তার উপর ক্ষোভ উগরে দেন নেটিজেনরা, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বহুবার বয়কট ডাকও উঠেছে। সম্প্রতি ফের বিতর্কের সৃষ্টি হয়েছে তার পোস্ট ঘিরে। আসলে সারোগেসির মাধ্যমে সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া।

এবার তাকে টার্গেট করেই নাম না নিয়ে পোস্ট করেছেন , যা নজর এড়ায়নি নেটিজেনদের। তিনি টুইটে লিখেছেন ,”রেডিমেড বাচ্চা জন্ম দিয়ে মায়েরা কি অনুভব করেন ? যারা নিজের গর্ভে সন্তান দেন তাদের মোট কি অনভুতি আসে এই মায়েদের ? ” তিনি নাম না উল্লেখ করলেও একথা বুঝতে কারোরই বাকি নেই যে লেখিকা প্রিয়াঙ্কা চোপড়াকেই বিঁধেছেন।

   

Taslima Nasrin

তিনি আরেকটি টুইটে লিখেছেন- দরিদ্র মহিলাদের কারণে সারোগেসি সম্ভব। ধনীরা সব সময় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সমাজে দারিদ্র্য দেখতে চায়। আপনার যদি একটি শিশুকে এত বড় করার প্রয়োজন হয় তবে একজন গৃহহীন ব্যক্তিকে দত্তক নিন। সন্তানদের আপনার গুণাবলী উত্তরাধিকারসূত্রে পাওয়া উচিত। এটা শুধুই স্বার্থপরতা আর অহংকার। তিনি অন্য একটি পোস্টে লিখেছেন- ধনী মহিলারা সারোগেট মা না হওয়া পর্যন্ত আমি সারোগেসি গ্রহণ করব না। পুরুষরা মেনে না নিলে আমি বোরখাওপরব না। একইভাবে, আমি পতিতাবৃত্তি গ্রহণ করব না। সারোগেসি, বোরখা এবং পতিতাবৃত্তি সবই নারী ও দরিদ্রদের শোষণ মাত্র।

তসলিমা নাসরিনের এই টুইটের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে ট্রোল করছেন। ব্যবহারকারীরা বলছেন যে এটি ব্যক্তির পছন্দ এবং অনেক ক্ষেত্রে লোকেরা চিকিৎসার কারণে সারোগেসি বেছে নেয়। মানুষ তার মন্তব্যকে অসংবেদনশীল বলছেন। মন্তব্য করতে গিয়ে একজন লিখেছেন- ম্যাডাম, আগে নিজেকে সারোগেসি সম্পর্কে শিক্ষিত করুন, তারপর মন্তব্য করুন। একজন লিখেছেন- মাতৃত্ব নিয়ে মন্তব্য করার আগে ভুলে গেলে চলবে না যে যশোধা কৃষ্ণকে জন্ম দেননি। রাগ প্রকাশ করতে গিয়ে একজন লিখেছেন- রেডিমেড শব্দ ব্যবহার করার আগে ভাবা উচিত।

ডেইলি মেইলের খবর অনুযায়ী, ডেলিভারির তারিখের 12 সপ্তাহ আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে প্রিয়াঙ্কা-নিকের কন্যার জন্ম হয়। নবজাতক সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হবে। সম্পূর্ণ সুস্থ হলেই দম্পতিরা তাকে বাড়িতে নিয়ে যেতে পারবে। বলা হচ্ছে, এই দম্পতির সন্তান প্রসবের তারিখ ছিল এপ্রিলে। আর এই কারণেই প্রিয়াঙ্কা তার সমস্ত কাজের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। সন্তান হওয়ার পর মাতৃত্ব উপভোগ করতে চেয়েছিলেন তিনি।

 

site