• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুরাগের ছোঁয়ার দিন শেষ, সবাইকে চমকে সেরা জি বাংলার এই ধারাবাহিক, নতুন TRP দেখে ‘থ’ দর্শকেরা

Updated on:

Target Rating Point list of Bengali Mega Serials Anurager Chhowa Phulki

Bengali Mega Serial TRP List : প্রতি সপ্তাহের মত আজও সকাল হতেই বাংলা মেগা সিরিয়ালের (Bengali Mega) রেজাল্টের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে সেই TRP ফলাফল, যা দেখে আবারও চমকে উঠেছেন দর্শকেরা। কেন? কারণ গত সপ্তাহেই সেরার সিংহাসনে ফিরেছিল ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। কিন্তু এবার আর তা হল না, আবারও বাজি মেরে দিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক।

জি বাংলা আর ষ্টার জলসার মধ্যে কার সিরিয়াল সেরা সেটা নিয়ে একপ্রকার ঠান্ডা লড়াই চলতেই থাকে। তবে একটানা একাধিপত্য বজায় করে রেখেছিল সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া। কিন্তু কখনো জগদ্ধাত্রী (Jagaddhatri) তো কখনো ফুলকি এসে জোর টেক্কা দিচ্ছে। এবারেও তাই হল, অল্পের জন্য দীপাকে টেক্কা দিয়ে বাংলার সেরা সিরিয়ালের শিরোপা আবারও উঠল জগদ্ধাত্রী এর মাথায়।

Target Rating Point,Bengali Mega Serial,TRP List,Anurager Chhowa,Jagaddhatri,Phulki,Sandhyatara,বাংলা সিরিয়াল,টার্গেট রেটিং পয়েন্ট,টিআরপি,অনুরাগের ছোঁয়া,জগদ্ধাত্রী,ফুলকি

সম্প্রতি প্রকাশি টিআরপি তালিকায় ৮.১ পয়েন্ট সহ প্রথম  হয়েছে অনুরাগের ছোঁয়া। তবে মাত্র ০.১ পয়েন্টের জন্য পিছিয়ে রয়েছে দীপা, ৮ পয়েন্ট নিয়ে এবারে স্থান হয়েছে দ্বিতীয়। কম যাচ্ছে না ফুলকি, ৭.৯ পেয়ে জব্বর টেক্কা দিচ্ছে সে। বাকিদের মধ্যে রাঙা বউ থেকে নিম ফুলের মধুর পর্ণা ও জব্বর টক্কর দিয়েছে।

নিজের হাতে ‘শাড়ির কথা’র ব্যবসা দাঁড় করানোর পরেও সৃজন ও কৃষ্ণার কাছে দোষী পর্ণা। তবুও সৃজনের মান বাঁচাতে আড়াল থেকেই নিজের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে কুশের ভাইয়েরা আবারও বাড়ি ফেরার ফন্দি এঁটেছে, কিন্তু এবার রাঙা বউয়ের মন গললেও কুশের মন গলেনি। এককথায় টানটান পর্ব চলছে উভয় সিরিয়ালের। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

জগদ্ধাত্রী – ৮.১ প্রথম
অনুরাগের ছোঁয়া – ৮.০ দ্বিতীয়
ফুলকি – ৭.৯ তৃতীয়
রাঙা বউ – ৭.৫
নিম ফুলের মধু – ৭.৪

সন্ধ্যাতারা – ৭.৩
বাংলা মিডিয়াম – ৬.৭
হরগৌরী পাইস হোটেল – ৬.৬
কার কাছে কই মনের কথা – ৬.৫
তুঁতে – ৫.৯

প্রসঙ্গত, ইতিমধ্যে টিআরপি কমতে একাধিক সিরিয়ালের শেষ ঘোষণা হয়ে গিয়েছে। সাথে একাধিক নতুন গল্পের প্রোমো থেকে টাইমস্লট পর্যন্ত প্রকাশ্যে এসেছে। তোমাদের রানী থেকে লাভ বিয়ে আজকাল এর প্রমো ইতিমধ্যেই বেশ চর্চায়। এছাড়াও অতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিলি এর প্রমো, যেটা জি বাংলায় আসতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥