• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু-তিনটে চ্যানেল ছাড়া দর্শক সিরিয়াল দেখে না! দীর্ঘদিন পর কামব্যাক করে বিস্ফোরক মাফিন

Updated on:

Mafin Chakraborty New Serial Agniparikha Trp topper Channel

যে কোন সিরিয়ালে নায়ক নায়িকাদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই সিরিয়ালের পার্শ্বচরিত্রের (Side Role) অভিনেতা অভিনেত্রীরা। বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এমনই একজন অত্যন্ত জনপ্রিয় পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হলেন মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)।

স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়ালের সম্প্রচার শেষ হওয়ার পর আরও অন্যান্য মেগা সিরিয়ালে অভিনয় করেছেন মাফিন। তবে আজও তিনি বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে ‘টাপুর-টুপুর’ সিরিয়ালের পায়েল হয়েই রয়ে গিয়েছেন।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,TApur Tupur,টাপুর টুপুর,Payel,পায়েল,Mafin,মাফিন চক্রবর্তী,Agniparikha,অগ্নিপরীক্ষা,Kamback,কামব্যাক,TRP,টিআরপি

তবে ইদানিং বাংলা সিরিয়ালের প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলের বদলে বেশ কিছু অনামি চ্যানেলে অভিনয় করতে দেখা যাচ্ছে মাফিনকে। বর্তমানে তিনি ‘আকাশ আট’-এর লোকপ্রিয় মেগা ‘সাহিত্যের সেরা সময়’-এর নতুন গল্প ‘অগ্নিপরীক্ষা’য় (Agnipariksha) অভিনয় করছেন।

মাফিনের কথায়  অনেকেই বলছেন এটা নাকি তাঁর কামব্যাক (Comeback) ধারাবাহিক। কিন্তু মাঝে তিনি মাত্র আট মাসের ব্রেক নিয়েছিলেন। সম্প্রতি নিউজ ১৮ বাংলার সাথে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন ‘মুশকিলটা আসলে দর্শকরা একটা দুটো চ্যানেল ছাড়া অন্য কোন চ্যানেলের সিরিয়াল দেখেন না’।

Payel Ratul Mafin Agniparkha Makes Pair

সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘তাই ওই চ্যানেল গুলিতে কাউকে দেখা না গেলে সেটাই অভিনেতা অভিনেত্রীদের কামব্যাক ধারাবাহিক ভেবে নেন দর্শকদের একটা বড় অংশ’। তবে সেইসাথে এদিন মাফিন জানিয়েছেন মাঝের আট মাস বিরতিতে থাকলেও তাঁর কাছে একাধিক কাজের প্রস্তাব এসেছে। তবে সেগুলি নানা কারণে গ্রহণযোগ্য না হওয়ায় তিনি সেই প্রস্তাব ফিরিয়েছিলেন।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,TApur Tupur,টাপুর টুপুর,Payel,পায়েল,Mafin,মাফিন চক্রবর্তী,Agniparikha,অগ্নিপরীক্ষা,Kamback,কামব্যাক,TRP,টিআরপি

এছাড়া এদিন অভিনেত্রী জানান অগ্নিপরীক্ষার আগেও কিন্তু তিনি ‘বসন্ত বিলাস’ নামে একটি মজার সিরিয়ালে  কিছুদিন আগেই অভিনয় করেছেন। এছাড়া বিরতিতে থাকাকালীন তিনি বেশ কিছু মিউজিক ভিডিও সহ একটা শর্ট ফিল্ম করেছেন। এসবের পাশাপাশি নিজের নাচের একাডেমিতেও নাকি প্রচুর সময় দিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥