• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নাগর আমার নিঠুর বড়’ মনে আছে নিশ্চই? দীর্ঘদিন পর আবারও কামব্যাক ‘টাপুর টুপুর’ খ্যাত মাফিন চক্রবর্তীর

Updated on:

Bengali Serial,বাংলা সিরিয়াল,Mafin Chakraborty,মাফিন চক্রবর্তী,Tapur Tupur,টাপুর টুপুর,Payel,পায়েল,Sriparna Roy,শ্রীপর্ণা রায়,Music Video,মিউসিক ভিডিও

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মাফিন চক্রবর্তী (Mafin Chakraborty)। স্টার জলসার জনপ্রিয় টাপুর টুপুর ধারাবাহিকে পায়েল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মাফিন। নিজের সাবলীল অভিনয় দক্ষতায় সেসময় পায়েলের মতো একটি পার্শ্ব চরিত্রের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মাফিন।

ধারাবাহিকে তার বিপরীতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলি অভিনেতা মনোজ ওঝাকে। সেসময় দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল মনোজ-মাফিন জুটি। তাই ধারাবাহিকের প্রথম দিকে তাদের পার্শ্ব  চরিত্র হিসেবে দেখানো হলেও পরবর্তীতে তারাই হয়ে ওঠেন এই ধারাবাহিকের মুখ্য চরিত্র। এছাড়া সে সময় দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল এই সিরিয়ালের গান ‘‘নাগর আমার নিঠুর বড় মন বোঝেনা’।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Mafin Chakraborty,মাফিন চক্রবর্তী,Tapur Tupur,টাপুর টুপুর,Payel,পায়েল,Sriparna Roy,শ্রীপর্ণা রায়,Music Video,মিউসিক ভিডিও

বাংলার দর্শকদের ঘরে ঘরে  ব্যাপক  সাড়া ফেলে দিয়েছিল এই গান। পুজোর প্যান্ডেল থেকে  পিকনিক কিংবা  বিয়ে বাড়ি সব জায়গাটাতেই সেসময় শোনা জেট এই একটাই গান। এমনকি সে সময় অনেকের মোবাইলের রিংটোন হিসাবেও বেজে উঠতো এই গান। তবে ইদানিং টাপুর টুপুর সিরিয়ালের এই পায়েল অভিনেত্রীকে আর দেখা যায় না টেলিভিশনের পর্দায়। এ প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে অনুরাগীদের আশ্বাস দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন আগামী দিনের ভালো কোন চরিত্রের সুযোগ পেলে তিনি আরো একবার কামব্যাক করতে পারেন।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Mafin Chakraborty,মাফিন চক্রবর্তী,Tapur Tupur,টাপুর টুপুর,Payel,পায়েল,Sriparna Roy,শ্রীপর্ণা রায়,Music Video,মিউসিক ভিডিও

প্রসঙ্গত মাফিন ২০০৫ সালে প্রথমবার পা রেখেছিলেন অভিনয় জগতে। অভিনয় করেছেন ‘টাপুর টুপুর’, ‘কিরণমালা’, ‘আঁচল’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘পটল কুমার গানওয়ালা’, ‘নিশির ডাক’-এর মতো একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে। এরই মধ্যে সম্প্রতি অনুরাগীদের ইচ্ছা পূরণ করে ফ্রেমবন্দি হয়েছিলেন মাফিন।

ফিরেছেন টাপুর টুপুর ধারাবাহিকের পায়েল হিসেবেই।  তবে নতুন কোনো ধারাবাহিকে নয়। বহুদিন বাদে ব্লুজের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে মাফিনকে। সেই ভিডিওটিতে টাপুর টুপুর এর জনপ্রিয় গান ‘নাগর আমার নিঠুর বড়, মন বোঝেনা গানটির রিক্রিয়েশন করা হয়েছে। এই ভিডিওতে মাফিনের সাথেই দেখা গিয়েছে ‘কড়ি খেলা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায় কেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥