বলিউডের (Bollywood)অভিনেত্রী তাপস্যি পান্নু। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি। প্রায়শই নিজের ও নিজের কাজের ছবি ও ভিডিও শেয়ার করেন অনুগামীদের সাথে। এবার হটাৎই অভিনেত্রীকে এক নেটিজন ‘ফালতু হিরোইন’ বলে কটাক্ষ করলেন। তিনি নাকি সব উঠিয়ে ষ্টার হয়েছেন। নেটিজেন অশ্লীল ভাবেই কথাটি বলেছেন, সেটা অভিনেত্রী খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তাই যোগ্য জবাব দিয়েছেন ওই ব্যক্তিকে।
সোশ্যাল মিডিয়াতে প্রায়শই ছবি শেয়ার করেন অনুগামীদের সাথে অভিনেত্রী তাপস্যি। অনেকে ছবিতে অনেক মন্তব্যও করেন। সম্প্রতি তাপস্যি একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। যাতে এক নেটিজেন অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। নেটিজেন লিখেছেন, ‘ফালতু হিরোইন, সব উঠিয়ে উঠিয়ে ষ্টার হয়েছে।’ নেটিজেনদের করা এই মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর।সাথে ওই ব্যক্তি যে অশ্লীল ভাবে মন্তব্যটি করেছেন সেটা বুঝতে পেরেছে অভিনেত্রী।
এর পরেই নেটিজনের মন্তব্যের উত্তরে মুখে ঝামা ঘষে দিয়েছেন তাপস্যি। উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘কি উঠিয়েছি বলবেন? যদিও হ্যা আমি উঠিয়েছি, তবে আমার স্ট্যান্ডার্ড। তবে, আপনার চোখে মনে হয় পড়েনি।’ অভিনেত্রীর এই উত্তরের পর আর কোনো রিপ্লাই দেননি ওই ব্যক্তি। তাপস্যির এহেন জবাবে খুশি অভিনেত্রীর অনুগামীরাও। অনেকের মতে সম্প্রতি ‘থাপ্পড়’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাপস্যিকে। এদিনেই এই জবাবটিও একেবারে ‘থাপ্পড়’ স্টাইলেই দিয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, বর্তমানে অভিনেত্রী আরো কিছু ছবি করছেন। রশ্মি রকেট নামক ছবির শুটিং এর জন্য অভিনেত্রী মুম্বাই ও পুনের বিভিন্ন রাস্তায় বাইকে ঘুরে শুট করছেন। বাইকে ঘোরার সময় অভিনেত্রী মাথায় হেলমেট না প্রিয় শুটিং করেছিলেন। যার ফলে অভিনেত্রীকে জরিমানা দিতে হয়েছিল। এরপর অভিনেত্রীকে নিয়ে বেশ চর্চা হয়েছিল সংবাদ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়াতে।