• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এখন আমি আর সস্তা নই!’ আয়করের হানার পর তাপসী পান্নুর মন্তব্যে হাজির কঙ্গনা রানাউত

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু  (Taapsee Pannu) ও প্রযোজক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বাড়িতে আয়কর দফতরের হানা (Income Tax Raid) শিরোনামে উঠে এসেছে ইতিমধ্যেই। এবার নিস্তব্ধতা ভাঙলেন তাপসী পান্নু, আয়কর হানা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে করলেন টুইট। বিগত তিন দিন ধরে তাপসী পান্নুর বাড়িতে অভিযান চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। এবার সেই বিষয়েই মন্তব্য করলেন অভিনেত্রী। এদিন মোট তিনটি টুইট করেছেন অভিনেত্রী যাঁর শেষটিতে ব্যঙ্গ করেই লিখলেন ‘এখন আমি আর সস্তা নই’।

প্রথম টুইটে তাপসী লিখেছেন, ‘বিগত তিন দিন ধরে আয়কর দফতরের তরফে আমার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই তল্লাশি চালানো হয়েছে মোট তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে। যার প্রথমটি  হল আমার প্যারিসের একটি বাংলো। যেটার চাবি পাওয়া গিয়েছে, কারণ সামনেই গ্রীষ্মের ছুটির দিন আসছে।

   

 

দ্বিতীয় টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘দুই নম্বর অভিযোগটি হল একটি ৫ কোটি টাকার একটি রশিদ নিয়ে। যেটা আমার ইচ্ছা আছে ফ্রেমবন্দি করে রাখার। কারণ এই টাকাটা আমি নেবার জন্য আগেই মানা করে দিয়েছি।

এরপর তৃতীয় ও শেষ টুইটে তাপসী লেখেন, ‘তিন নম্বর অভিযোগ হল মাননীয়া অর্থমন্ত্রীর কথা মত ২০১৩ সালে আমার বাড়িতে চালানো আয়কর তল্লাশি অভিযান নিয়ে। যেটা আমার মনেই নেই!’ এই টুইটের শেষে আরো একটি কথা জুড়েছেন তাপসী, যেটি অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) উদেশ্যে ব্যঙ্গ করে লেখা। অভিনেত্রী লিখেছেন, ‘এখন আমি আর সস্তা নই’।

অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনটি টুইটের মাধ্যমে প্রতিটি অভিযোগকেই নাকচ করে দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। আর বাকি রইল ব্যঙ্গ, সেটার উত্তরে হাজির হয়ে গেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা টুইটের উত্তরে লিখেছেন, ‘তুমি সর্বদাই সস্তায়  থাকবে। আর তোমার রিং মাস্টার অনুরাগ কাশ্যপ ২০১৩ সালে ট্যাক্স চুরির জন্য দোষী। যদি তোমরা কোনো অপরাধ না করে থাকো তাহলে তা কোর্টে প্রমান করো।

site