বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) ও প্রযোজক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বাড়িতে আয়কর দফতরের হানা (Income Tax Raid) শিরোনামে উঠে এসেছে ইতিমধ্যেই। এবার নিস্তব্ধতা ভাঙলেন তাপসী পান্নু, আয়কর হানা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে করলেন টুইট। বিগত তিন দিন ধরে তাপসী পান্নুর বাড়িতে অভিযান চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। এবার সেই বিষয়েই মন্তব্য করলেন অভিনেত্রী। এদিন মোট তিনটি টুইট করেছেন অভিনেত্রী যাঁর শেষটিতে ব্যঙ্গ করেই লিখলেন ‘এখন আমি আর সস্তা নই’।
প্রথম টুইটে তাপসী লিখেছেন, ‘বিগত তিন দিন ধরে আয়কর দফতরের তরফে আমার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই তল্লাশি চালানো হয়েছে মোট তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে। যার প্রথমটি হল আমার প্যারিসের একটি বাংলো। যেটার চাবি পাওয়া গিয়েছে, কারণ সামনেই গ্রীষ্মের ছুটির দিন আসছে।
3 days of intense search of 3 things primarily
1. The keys of the “alleged” bungalow that I apparently own in Paris. Because summer holidays are around the corner— taapsee pannu (@taapsee) March 6, 2021
দ্বিতীয় টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘দুই নম্বর অভিযোগটি হল একটি ৫ কোটি টাকার একটি রশিদ নিয়ে। যেটা আমার ইচ্ছা আছে ফ্রেমবন্দি করে রাখার। কারণ এই টাকাটা আমি নেবার জন্য আগেই মানা করে দিয়েছি।
2. The “alleged” receipt worth 5 crores to frame n keep for future pitching coz I’ve been refused that money before 😡
— taapsee pannu (@taapsee) March 6, 2021
এরপর তৃতীয় ও শেষ টুইটে তাপসী লেখেন, ‘তিন নম্বর অভিযোগ হল মাননীয়া অর্থমন্ত্রীর কথা মত ২০১৩ সালে আমার বাড়িতে চালানো আয়কর তল্লাশি অভিযান নিয়ে। যেটা আমার মনেই নেই!’ এই টুইটের শেষে আরো একটি কথা জুড়েছেন তাপসী, যেটি অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) উদেশ্যে ব্যঙ্গ করে লেখা। অভিনেত্রী লিখেছেন, ‘এখন আমি আর সস্তা নই’।
3. My memory of 2013 raid that happened with me according to our honourable finance minister 🙏🏼
P.S- “not so sasti” anymore 💁🏻♀️
— taapsee pannu (@taapsee) March 6, 2021
অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনটি টুইটের মাধ্যমে প্রতিটি অভিযোগকেই নাকচ করে দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। আর বাকি রইল ব্যঙ্গ, সেটার উত্তরে হাজির হয়ে গেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা টুইটের উত্তরে লিখেছেন, ‘তুমি সর্বদাই সস্তায় থাকবে। আর তোমার রিং মাস্টার অনুরাগ কাশ্যপ ২০১৩ সালে ট্যাক্স চুরির জন্য দোষী। যদি তোমরা কোনো অপরাধ না করে থাকো তাহলে তা কোর্টে প্রমান করো।
You will always remain sasti because you are sab rapists ka feminist… your ring master Kashyap was raided in 2013 as well for tax chori… government official’s report is out if you aren’t guilty go to court against them come clean on this … come on sasti 👍
— Kangana Ranaut (@KanganaTeam) March 6, 2021