বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। গত কয়েক বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই ডান্সবেসড রিয়্যালিটি শো। যদিও একাধিকবার বিতর্কেও জড়িয়েছে ‘ডান্স বাংলা ডান্স’। সম্প্রতি যেমন নামী নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করকে (Tanushree Shankar) অতিথি হিসেবে নিয়ে এসে বিপাকে পড়েছে তারা।
নৃত্যজগতে তনুশ্রী শঙ্কর একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। ভারতীয় নৃত্য জগতকে সমৃদ্ধ করেছেন তিনি। বাঙালির তো বটেই, তিনি গোটা দেশের গর্ব। পণ্ডিত উদয় শঙ্কর এবং কমলা শঙ্কর হলেন তনুশ্রীর শ্বশুরমশাই এবং শাশুড়ি। এছাড়া তনুশ্রীর মেয়ে শ্রীনন্দাশঙ্করও অত্যন্ত নামী একজন নৃত্যশিল্পী। এহেন ব্যক্তিত্বকেই ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে অতিথি (Guest) হিসেবে উপস্থিত হতে দেখা যাবে।
তনুশ্রীই এমন একজন শিল্পী যিনি শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যই নয়, প্রাচীন ভারতীয় নৃত্য শিল্পেরও দুর্দান্ত সংমিশ্রণ ঘটিয়েছেন। অবশ্য তাঁর প্রতিভা শুধুমাত্র নৃত্যজগত অবধিই সীমাবদ্ধ থাকেনি। অভিনয় দুনিয়া অবধি তা বিস্তৃত হয়েছে। ‘দ্য নেমসেক’, ‘একটি তারার খোঁজে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি তনুশ্রী হাজির হয়েছিলেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’এ। সেখানে নিজের দুর্দান্ত নৃত্য পরিবেশনের মাধ্যমে সকলকে মুগ্ধ করেন তিনি। তাঁর নৃত্যের সঙ্গেই আলোকিত হয়ে উঠেছিল মঞ্চ। তবে এমন একজন দুর্দান্ত, দক্ষ নৃত্যশিল্পীকে অতিথির আসনে দেখেই চটে গিয়েছেন নেটিজেনরা।
চলতি ‘ডান্স বাংলা ডান্স’এ বিচারক হিসেবে দেখা যাচ্ছে টলিউডের দুই নামী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তাঁদের নাচের দক্ষতা নিয়ে অতীতেও বহুবার প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তবে এবার তনুশ্রী শঙ্করকে অতিথি এবং দুই টলি ডিভাকে বিচারকের আসনে দেখে আরও বেশি চটে গিয়েছেন তাঁরা।
View this post on Instagram
একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘তনুশ্রী শঙ্করের মতো এত যোগ্যতা সম্পন্ন শিল্পীর যোগ্য হল বিচারকের আসন। কিন্তু তা না হয়ে, বিচারকের আসনে বসানো হয়েছে শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো শিল্পীদের। এত করুণ দিনও যে দেখতে হবে তা ভাবা যায় না’।