নির্বাচনের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে দলবদলের রাজনীতি। একের পর রক অভিনেতা-অভিনেত্রীর পদ্মশিবির ও ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ঘটনায় উত্তেজনা তুঙ্গে রাজনৈতিক মহলে। সুযোগের সদ্ব্যবহারের আতিশয্যে কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে টলিপাড়া।
সম্প্রতি বিজেপিতে (BJP) যোগদান করেছেন সিঙ্গুরের (Singur) বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ, বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী। পাশাপাশি পদ্মশিবিরে যোগ দিয়েছেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তবে এ’দিনের সবথেকে বড় নামটি হল টলি-অভিনেত্রী (Tollywood) তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। নারীদিবসের শুভলগ্নে হেস্টিং হাউসে (Hasting House) সাংসদ লকেট চ্যাটার্জি (Locket Chattarjee), মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন টলিউডের ‘সত্যবতী’।
দলে দলে বিজেপিতে নাম লেখানোর বিষয়ে অবশ্য বাংলার বিজেপি সুপ্রিমো দিলীপ ঘোষের সাফ কথা, “এখানে প্রার্থী হওয়ার লোভে কেউ আসেননি। মানুষের জন্য কাজ করার জন্যই সকলে বিজেপিতে আসছেন।” সূত্রের খবর, ইতিপূর্বে বিজেপিতে যোগদানের বিষয়ে সরাসরি প্রশ্নের সম্মুখীন হলেও জলঘোলা করেননি তনুশ্রী। তবে আচমকাই এহেন ঘটনায় যে স্তম্ভিত টলিমহলের একাংশ, তা স্পষ্ট নেটিজেনদের মন্তব্যেই।