• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গৌরির ‘ন্যাকামি’ দেখে বিরক্ত দর্শক! TRP বাড়াতে সিরিয়ালে আসছেন নতুন নায়িকা 

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই ধারাবাহিকের নায়িকা গৌরী চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti)। জি বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ -এর প্রতিযোগী হয়ে উঠে এসেছেন তিনি। কেরিয়ারের শুরুতেই সুযোগ পেয়ে গিয়েছেন সিরিয়ালে। তাও আবার প্রথম সিরিয়ালেই অভিনয় করছেন নায়িকা চরিত্রে।

অনেকেই হয়তো জানেন জি বাংলার এই নায়িকা এখনও পর্যন্ত মাধ্যমিকও পাশ করেননি। মুর্শিদাবাদের মেয়ে মোহনা সবেমাত্র দশম শ্রেণীতে পড়ছেন। ডান্স বাংলা ডান্সে প্রতিযোগী হয়ে এসেই রাতারাতি ঘুরে যায় তার ভাগ্যের চাকা। ধারাবাহিকে মা কালির আশীর্বাদ ধন্য গৌরী। সিরিয়ালে তার হাত ধরে মাঝেমধ্যেই নানা ধরনের অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন দর্শক।

   

Gouri Elo Shailo Ma Dhurjuti Baba wedding meme viral

অভিনয় জীবনের বয়স বেশিদিন না হলেও অভিনয়ের (Acting) জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি জোটে সমালোচনাও। তাই এত অল্প বয়সে মোহনার যেমন অনুরাগী রয়েছে তেমনই রয়েছেন একদল সমালোচকও। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই অনেকে মন্তব্য করেন সিরিয়ালে তার অভিনয় থেকে শুরু করে এক্সপ্রেশন, কিংবা সংলাপ বলা সবটাই খুবই ন্যাকান্যাকা।

গৌরী এলো,Gouri Elo,মোহনা মাইতি,Mohona Maiti,নতুন চরিত্র,New Charector,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya

এই কারণে মাঝে মধ্যেই ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেত্রী। গৌরীর অভিনয় দেখে দর্শক এতটাই বিরক্ত হয়ে পড়েছেন যে তার প্রভাব পড়তে শুরু করেছে টিআরপি স্কোরেও। তাছাড়া বিগত কয়েকদিনে শৈল মা আর ধূর্জুটি বাবা যে ভাবে গৌরীকে অপদস্থ করেছে তাতেও একেবারেই খুশি নন দর্শক। তাই জানা যাচ্ছে সিরিয়ালের টিআরপি বাড়াতে খুব তাড়াতাড়ি গৌরী এলোতে এন্ট্রি নিতে চলেছে একটি নতুন চরিত্র (New Charector)।

গৌরী এলো,Gouri Elo,মোহনা মাইতি,Mohona Maiti,নতুন চরিত্র,New Charector,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya

জানা যাচ্ছে এবার এই ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)। প্রসঙ্গত একটা সময় তিনি রানী রাসমণি ধারাবাহিকে মা কালির চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। জানা যাচ্ছে নতুন চরিত্রের জন্য ইতিমধ্যেইতার লুক সেট হয়ে গিয়েছে এবং তিনি শুটিংও শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত মা হওয়ার পর এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার কামব্যাক করছেন অভিনেত্রী।