• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুরি করে বানানো হচ্ছে ছবি! রিলিজের আগেই গুরুতর অভিযোগের জেরে বিপাকে শাহরুখের ‘জওয়ান’

দীর্ঘ চার বছরের বিরতির পর ফের বড়পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী বছর পরপর তিনটি বিগ বাজেট সিনেমা নিয়ে আসছেন ‘কিং খান’। এর মধ্যেই ‘কিং খান’’এর অনুরাগীদের কপালে হাত পড়েছে! কারণ গল্প চুরির মতো গুরুতর অভিযোগ উঠেছে শাহরুখের ‘জওয়ান’এর (Jawan) বিরুদ্ধে।

আগামী বছর ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ, নয়নতারা অভিনীত ‘জওয়ান’। হিন্দির পাশাপাশি তেলেগু, তামিল। কন্নড় এবং মালায়ালম ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমা। পরিচালনা করেছেন সাউথের নামী পরিচালক অ্যাটলি কুমার। সব মিলিয়ে একটি ধামাকেদার ছবির অপেক্ষা করছিলেন দর্শকরা। এর মধ্যেই চুরির মতো গুরুতর অভিযোগ ওঠায় খানিক দুশ্চিন্তায় পড়েছেন শাহরুখ অনুরাগীরা।

   

Shah Rukh Khan in Jawan

‘জওয়ান’এর পরিচালক অ্যাটলি সাউথের বেশ কিছু সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন। এর মধ্যে সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত ‘বিগিল’ সিনেমাটি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল। প্রশংসিত হয়েছিল অ্যাটলির পরিচালনাও। ‘জওয়ান’এর মাধ্যমে বলিউড ডেবিউ হতে চলেছে পরিচালকের। কিন্তু এর মধ্যেই চুরির অভিযোগ ওঠায় বিতর্কের মুখে পড়েছেন ছবিটি।

শাহরুখের ছবির বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন সাউথেরই প্রযোজক মণিকম নারায়ণন। তিনি দাবি করেছেন, ‘জওয়ান’এর কাহিনী ‘পেরারাসু’ (Perarasu) থেকে চুরি করা হয়েছে। আর এই কাহিনী স্বত্ব রয়েছে তাঁর কাছে। এই কারণেই মণিকম তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিলে অ্যাটলির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Shah Rukh Khan and Atlee Kumar

জানা গিয়েছে, ৭ নভেম্বরের পর থেকে ‘জওয়ান’এর গল্প চুরির অভিযোগের তদন্ত শুরু হওয়ার কথা। এই তদন্ত শেষ হওয়ার পরেই উঠে আসবে আসল সত্যি। জানিয়ে রাখি, দক্ষিণী ছবি ‘পেরারাসু’তে বিজয়কান্তকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল। যমজ ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘পেরারাসু’র কাহিনী আবর্তিত হয়েছিল এই দুই যমজ ভাইকে ঘিরে।

ছোটবেলায় আলাদা হয়ে গিয়েছিল দুই ভাই। এরপর বড় হওয়ার পর বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এক ভাই মরিয়া হয়ে উঠেছিল এবং আর এক ভাই দায়িত্বপরায়ণ সিবিআই অফিসার। সে নিজের ভাইকে আটকাতে চায়। ‘জওয়ান’এও দ্বৈত চরিত্রেই অভিনয় করছেন শাহরুখ। তবে ছবির কাহিনী নিয়ে এখনও কিছু বিস্তারিত জানা যায়নি।