অভিনেত্রী কাজল আগারওয়াল, তামিলের এই অভিনেত্রী তামিল ছাড়াও হিন্দি ছবিতেও কাজ করেছেন। সিংহম ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল। দুজনের জুটি বেশ মনে ধরেছিল দর্শকদের। বহু মানুষের বিশেষত পুরুষ অনুগামীদের প্রিয় এই নায়িকার বিয়ে নিয়ে বেশ কিছুদিন জল্পনা কল্পনা চলছিল বলিউড ও টলিউডের অন্দরমহলে। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন শীঘ্রই বিয়ে করতে চলেছেন তিনি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন, সোশ্যাল মিডিয়াতেই নিজের বিয়ের কার্ডের মত একটি পোস্ট শেয়ার করে অনুগামীদের নিজের বিয়ের কথা জানিয়েছেন গত ২৫শে অক্টোবর।
এবার অভিনেত্রী দশেরা উপলক্ষ্যে তার হবু বরের সাথে কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে অভিনেত্রী কাজলকে একটি তুঁতে রঙের সালোয়ার কামিজে দেখা যাচ্ছে হবু বর গৌতম কিচলুকে দেখা যাচ্ছে গাঢ় কালচে সবুজ রঙের পাঞ্জাবি পড়ে। অভিনেত্রী তার হবু বরকে প্রানোচ্ছল হাসির সাথে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছেন ছবিগুলিতে।
সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা প্রচুর, তাই ছবিগুলি শেয়ার হওয়া মাত্রই ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে অভিনেত্রীর ছবিগুলি। ইতিমধ্যেই ছবিগুলিতে ১১ লক্ষ্যেরও বেশি মানুষের দর্শন হয়ে গিয়েছে। ছবিতে লাইকের সংখ্যা প্রায় ১১ লক্ষ্য ছুঁই ছুঁই। সাথে রয়েছে অভিনেত্রীদের প্রচুর কমেন্টস যাতে রয়েছে অনেক অনেক শুভেচ্ছা।
তবে ছবিটি ভাইরাল হবার আরো একটি কারণ অব্যয় আছে! ছবিতে অভিনেত্রীর হাতে স্পষ্ট দেখা যাচ্ছে তার এনগেজমেন্ট রিংটি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর এঙ্গেজমেন্টের একটি ভিডিও প্রকাশ পে সেখানেও এই আংটি লক্ষ্য করা গিয়েছিল।