বলিউডে এমন বহু অভিনেতা (Bollywood actor) রয়েছেন, যারা নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। কিন্তু এখন সেই অভিনেতাই লাইমলাইট থেকে দূরে সরে গিয়ে সাধারণ জীবনযাপন করছেন। এমনই একজন অভিনেতা হলেন অশোক সরাফ (Ashok Saraf)।
আশি-নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন অশোক। পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকদের খুব কাছের হয়ে উঠেছিলেন এই অভিনেতা। কমেডি চরিত্র হোক বা গুরুগম্ভীর কোনও রোল, সবেতেই নজরকাড়া পারফর্ম করতেন অশোক।

বলিউডের পাশাপাশি অশোক মারাঠি সিনেমা এবং ধারাবাহিকের দুনিয়ারও পরিচিত নাম ছিলেন। মারাঠি ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫০’এর কাছাকাছি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। পাশাপাশি বলিউডের ইতিহাসের বহু সুপারহিট ছবিতেও অভিনয় করেছেন করেছেন তিনি।

‘করণ অর্জুন’ ছবিতে মুন্সীজির চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এছাড়াও ‘কোয়লা’, ‘ইয়েস বস’, ‘গুপ্ত’, ‘জোরু কা গুলাম’, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’, ‘সিংঘম’সহ একাধিক সুপারহিট ছবি রয়েছে অশোকের ঝুলিতে।

এই মুহূর্তে বলিউডের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে অশোকের নাম থাকলেও, তাঁর অভিনেতা হওয়ার সফরটা কিন্তু একেবারেই সহজ ছিল না। পিতা চাইতেন অশোক সরকারি চাকরি করুক। সেই মতোই অভিনেতা ব্যাঙ্কে একটি সরকারি চাকরি পেয়েও গিয়েছিলেন। পিতার আজ্ঞা মেনে বেশ কয়েকদিন সেই চাকরিও করেছিলেন অশোক। সেই সময়টায় থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত অভিনয়ের জন্য সেই চাকরি ছেড়ে দেন তিনি। পাকাপাকিভাবে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। আর বাকিটা তো ইতিহাস।

বলিউডে কয়েক দশক দাপিয়ে অভিনয় করার পর এই মুহূর্তে বি টাউনের গ্ল্যামারাস জীবন থেকে দূরে সরে গিয়েছেন অশোক। ১৯৯০ সালে অভিনেতা জনপ্রিয় অভিনেত্রী নিবেদিতা যোশীর সঙ্গে সাত পাক ঘোরেন। তাঁদের একটি ছেলেও রয়েছে। তাঁর নাম অনিকেত। সে পেশায় শেফ। এই মুহূর্তে ছেলে এবং স্ত্রী’কে নিয়ে বলিউডের গ্ল্যামার থেকে দূরে সরে জীবন কাটাচ্ছেন ‘করণ অর্জুন’এর মুন্সীজি।














