• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কলকাতার বুকেই আস্ত রাজপ্রাসাদ! রইল টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের বাড়ি অন্দরমহলের ছবি

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয়তম অভিনেতাদের নামের তালিকায় শীর্ষেই থাকবে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) নাম। দশকের পর দশক ধরে দর্শকদের মনে রাজত্ব করছেন তিনি। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পরেও এতটুকু ফিকে হয়নি বুম্বাদার স্টারডম। বরং সময়ের সঙ্গেই তা আরও বেড়েছে। এখনও পর্যন্ত প্রসেনজিতকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। সেই সঙ্গেই তাঁর বাড়ি (Prosenjit Chatterjee house) নিয়েও কিন্তু অনুরাগীদের আগ্রহের অন্ত নেই।

টলিউডের এই জনপ্রিয় সুপারস্টারের প্রাসাদসম বাড়ি অবস্থিত শহর কলকাতার বুকেই। সেই বাড়ি যদি একবার দেখেন তাহলে সত্যিই জুড়িয়ে যাবে চোখ। দর্শকদের প্রিয় বুম্বাদার বাড়ি প্রাসাদের চেয়ে কোনও অংশে কম নয়। চলুন তাহলে আজ ঘুরে দেখা যাক ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই বাড়ি।

   

Prosenjit Chatterjee house

শহর কলকাতার বালিগঞ্জ এলাকায় একটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত প্রসেনজিতের বাড়ি। প্রাসাদসম সেই বাড়ির নাম হল ‘উৎসব’। সেখানেই সপরিবারে থাকেন অভিনেতা। বুম্বাদার বাড়ির প্রধান ফটক পেরোনোর পর কয়েক ফুটের একটি বড় রাস্তা পেরোতে হবে। সেই রাস্তার পেরোলেই অভিনেতার বাড়ি চোখে পড়বে। তবে বাড়ি চোখে পড়ার আগেই অবশ্য দেখতে পাবেন বিশাল বাগান।

Prosenjit Chatterjee house

টলি সুপারস্টারের বাড়ির অন্যতম আকর্ষণ হল এই সুন্দর করে সাজানো বাগানটি। নানান ধরণের গাছ রয়েছে সেখানে। বড় বড় কয়েকটি গাছ, প্রচুর ফুল আর রয়েছে একটি বিশাল মাঠ- সেই দৃশ্য দেখলে চোখ ফেরানো মুশকিল। শোনা যায়, নিজের মনের মতো করে এই বাগানটি সাজিয়েছেন অভিনেতা নিজে।

Prosenjit Chatterjee house

প্রসেনজিতের বাড়ির একতলায় রয়েছে অতিথিদের বসানোর ব্যবস্থা। পাশাপাশি তাঁর অফিসঘরও রয়েছে এখানেই। বাগানঘেঁষা এই অফিসঘরে বসেই প্রসেনজিৎ সিনেমার চিত্রনাট্য শোনেন। পাশাপাশি কাজ নিয়ে নানান আলোচনাও এখানেই কয়েক তিনি। শোনা যায়, বুম্বাদা প্রকৃতিপ্রেমী একজন মানুষ। সারাদিনের পরিশ্রমের পর তিনি যখন বাড়ির বাগানে এসে বসেন, তখন নাকি এক লহমায় দূর হয়ে যায় সকল ক্লান্তি।

Prosenjit Chatterjee house

বুম্বাদার বাড়ির গোটা একতলা জুড়েই সাজানো রয়েছে তাঁর পাওয়া বিভিন্ন পুরস্কার। সেই সঙ্গেই তাঁর অভিনীত বেশ কিছু ছবির পোস্টারও চোখে পড়বে। অভিনেতার অফিসঘরের পাশেই রয়েছে স্টাডি রুম। এখানে বসে পড়াশোনা করেন তিনি।

Prosenjit Chatterjee house

সুবিশাল সেই ঘরের দেওয়াল আলমারিতে সাজানো রয়েছে নানান বই। প্রসেনজিতের পড়ার ঘরের জানলা দিয়ে তাকালেও চোখে পড়বে তাঁর সাজানো বাগান। সব মিলিয়ে কংক্রিটের শহরে টলি সুপারস্টারের সবুজে ঘেরা ‘উৎসব’ দেখে সত্যিই প্রেমে পড়া ছাড়া আর কোনও উপায় থাকে না।